Dance Video: গ্রাম্য অনুষ্ঠানে ডিজে গানেই আসর মাতালো এক কিশোরী, আনন্দে মত্ত উপস্থিত দর্শকরাও
বর্তমান যুগে সোশ্যাল মিডিয়া আজকের প্রজন্মের কাছে একটা গুরুত্বপূর্ণ মাধ্যম হয়ে উঠেছে। অনেকে এই সোশ্যাল মিডিয়াকে হাতিয়ার বানিয়েই নিজের প্রতিভাকে হাজার হাজার মানুষের সামনে তুলে ধরছেন। ফলও পাচ্ছেন হাতেনাতে। বর্তমান যুগে সোশ্যাল মিডিয়ায় কোনোকিছুই ভাইরাল হতে বিশেষ সময় লাগে না। আর যদি কোন প্রতিভাবান মানুষ তার নিজের প্রতিভাকে পৌঁছে দিতে চান সকলের কাছে তাহলে, তাতে তিনি সফল হন। সেকথা আলাদাভাবে বলার প্রয়োজন নেই।
কেউ নিজের গান, কেউবা নাচ, কেউ আঁকা কিংবা আবৃত্তির ভিডিও শেয়ার করে থাকেন সোশ্যাল মিডিয়ার পাতায়। প্রত্যেকেই নিজের শিল্পীসত্তাকে প্রকাশ করতে আগ্রহী থাকেন এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। সম্প্রতি তেমনি যুথি নিজের নাচের প্রতিভাকে কাজে লাগিয়ে পৌঁছে গিয়েছেন বহু মানুষের কাছে। পরিচিত হয়েছেন নেটিজেনদের একাংশের মধ্যেও। সোশ্যাল মিডিয়া বর্তমান প্রজন্মের কাছে উপার্জনের অন্যতম মাধ্যম হয়ে উঠেছে, তা আর আলাদাভাবে বলার প্রয়োজন নেই।
সাম্প্রতিক ভাইরাল হওয়া ঝলকটি ‘বিএফ ডান্স’ নামের ইউটিউব চ্যানেল থেকে ৩ দিন আগে শেয়ার করে নেওয়া হয়েছে সোশ্যাল মিডিয়ার পাতায়। ইতিমধ্যেই সেই ঝলক পৌঁছে গিয়েছে বহু মানুষের কাছে। ঝলকে এক কিশোরীকে একটি গ্রাম্য অনুষ্ঠানেই ‘আমি চন্দনা রে চন্দনা’র ডিজে ভার্সনের সাথেই আসর জমানো নাচ পরিবেশন করতে দেখা গিয়েছে। ভিডিওর ডেসক্রিপশন অনুযায়ী মেয়েটির নাম যুথি। এদিন তার পারফর্ম্যান্স যে রীতিমতো উপস্থিত সকলকে উচ্ছ্বসিত করে তুলেছিল, তা তার সাম্প্রতিক ভাইরাল হওয়া ভিডিওতে নজর রাখলেই স্পষ্ট হবে। এদিন মানানসই লাল ও নীল ঘাগড়া-চোলিতে দেখা মিলেছিল তার।