আপনি কি জানেন যে সব অভিনেত্রীরা সাবান, শ্যাম্পু, ক্রিমের বিজ্ঞাপন দেন তারা কিন্তু একেবারেই সেই সাবান শ্যাম্পু ক্রিম ব্যবহার করেন না। তারা সেই ঘরোয়া টোটকা দিয়েই ত্বকের ও শরীরের সৌন্দর্য ধরে রাখেন। তাহলে আপনি কেন অযথা গাদা গাদা টাকা খরচ করে বাজার চলতি প্রসাধনী কিনবেন? চলুন দেখে নিই খুব খরচে কিভাবে ত্বকের যত্ন নেওয়া যায়, তাও আবার ঘরোয়া ভাবে।
কলা, কলা হল এমন একটা ফল যা খেলেও উপকার আর মাখলেও উপকার। এই কলা দিয়েই সমস্ত সমস্যার সমাধান হবে। কলার তৈরি কয়েকটি ফেসপ্যাক এখানে আলোচনা করা হচ্ছে যেগুলো আপনি সঠিক পদ্ধতিতে ব্যাবহার করলে ত্বক হয়ে উঠবে বলিরেখা হীন, মসৃন, চকচকে, দাগহীন ও উজ্জ্বল।
কলা-নিম-হলুদ : কলায় উপস্থিত ভিটামিন সি যেকোনো প্রদাহ এবং জ্বালা কমাতে সাহায্য করে, অন্যদিকে নিম এবং হলুদের অ্যান্টিমাইক্রোবিয়াল বৈশিষ্ট্য ব্রণ নিরাময়ে সাহায্য করে। এই ফেসপ্যাক ব্রণ ও দাগ কমাতে সাহায্য করে। তাই কলা, নিম পাতা বাটা আর হলুদ মিশিয়ে প্যাক বানিয়ে মুখে হাতে গলায় মাখুন। তারপর জল দিয়ে ধুয়ে নিন। সপ্তাহে দুদিন করতে পারেন স্নানের আগে।
কলা-দই : গরমে অনেকেই দই চিড়ে বা মুড়ি কলা খান। কিন্তু আপনি কলা আর টক দই দিয়েই একটা ফেসপ্যাক বানিয়ে নিতে পারেন। এরজন্য, একটা পাত্রে টক দই নিন দুই চামচ, পাকা কলা নিন একটা গোটা। দুটো মিশিয়ে মুখে মাখুন, চাইলে হাতে গলায় মাখতে পারেন। আমরা জানি যে দইয়ে থাকে ল্যাকটিক অ্যাসিড এবং অ্যান্টিঅক্সিডেন্ট বৈশিষ্ট্য। এগুলো ত্বকের বলিরেখা দূর করে আর উজ্জ্বলতা বাড়ায়। এই মিশ্রণটি মেখে ১৫ মিনিট রাখার পর সাধারণ জল দিয়ে ধুয়ে নিলেই মুখ পরিষ্কার। সপ্তাহে দুদিন রাত্রে করুন ফল ভালো পাবেন।