খুব শীঘ্রই ভারতে চালু হতে চলেছে এথার এনার্জি কোম্পানির নতুন ইলেকট্রিক স্কুটার Ather 450S। আগামী মাসের ৩রা আগস্ট এই স্কুটার লঞ্চ করতে চলেছে। ইতিমধ্যেই এই ইলেকট্রিক স্কুটারের জন্য প্রি বুকিং উইন্ডো খুলে দিয়েছে এথার কোম্পানিটি। সেপ্টেম্বর থেকে ডেলিভারি শুরু হওয়ার কথা রয়েছে এই ইলেকট্রিক স্কুটারের। এই ইলেকট্রিক স্কুটারের প্রারম্ভিক মূল্য হতে চলেছে ১ লক্ষ ২৯ হাজার ৯৯৯ টাকা। আগ্রহী গ্রাহকরা ভারত জুড়ে যেকোনো অনুমোদিত স্টোর থেকে এই ইলেকট্রিক স্কুটার বুক করতে পারবেন। তাদের অফিসার ওয়েবসাইটে গিয়ে অনলাইনে এই ইলেকট্রিক স্কুটার বুক করতে পারেন গ্রাহকরা। মাত্র আড়াই হাজার টাকায় এই ইলেকট্রিক স্কুটারটি প্রি-বুক করা যাবে এবং এটি সম্পূর্ণ ফেরত যোগ্য।
Ather কোম্পানির পোর্টফোলিওতে সবথেকে সাশ্রয়ই মূল্যের বৈদ্যুতিক স্কুটার হতে চলেছে Ather 450S। এটি হতে চলেছে একটি এন্ট্রি লেভেল মডেল। এই ইলেকট্রিক স্কুটারটি লাইনে আপে 450X এর নিচে আসতে চলেছে এবং সেটির তুলনায় দামেও কিছুটা কম হবে। 450S মডেলটি 450X এর তুলনায় কিছুটা ডাউনগ্রেডেড হবে বলে মনে করা হচ্ছে। 450X ইলেকট্রিক স্কুটারে কিছু পরিবর্তন করে তারপরেই 450S স্কুটারটি লঞ্চ করা হবে। কোম্পানি দ্বারা প্রকাশিত সাম্প্রতিক টিজারে জানা যাচ্ছে এই ইলেকট্রিক স্কুটারে টাচ স্ক্রিন ইন্সট্রুমেন্ট কনসোল, এবং ছোট রিয়ার ভিউ মিরর রয়েছে।
এই ইলেকট্রিক স্কুটারটি ৩ kWh ক্ষমতা বিশিষ্ট একটি ব্যাটারি প্যাক দ্বারা চালিত হবে এবং একবার চার্জ দিলে ১১৫ কিলোমিটার পর্যন্ত রেঞ্জ দিতে পারবে এই ইলেকট্রিক স্কুটারটি। মাত্র ৩.৯ সেকেন্ডে ০ থেকে ৪০ কিলোমিটার পর্যন্ত স্পিড তুলতে পারবে এই ইলেকট্রিক স্কুটার এবং এর সর্বোচ্চ গতিবেগ হবে ৯০ কিলোমিটার প্রতি ঘন্টা। চারটি রঙে পাওয়া যাবে এই ইলেকট্রিক স্কুটার। আশা করা যাচ্ছে সল্ট গ্রিন কসমিক ব্ল্যাক স্পেস গ্রে এবং স্টিল হোয়াইট এই চারটি রঙে পাওয়া যাবে Ather 450S। আসন্ন Ola S1 Air ইলেকট্রিক স্কুটারের কড়া প্রতিদ্বন্দ্বী হতে চলেছে এটি।