দেশনিউজ

রাখিবন্ধনে সমস্ত মেয়েদের ৩,০০০ টাকা দিচ্ছে মোদি সরকার? জানুন খবরের সত্যতা

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা ওই পোস্টের সত্যতা খুঁজতে গিয়ে সম্পূর্ণ নতুন তথ্য উঠে এসেছে।

Advertisement

আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষা। ভারতের প্রতিটি ভাই-বোনের জন্য আসতে চলেছে রাখি বন্ধনের মহোৎসব। চলতি মাসের ৩০ ও ৩১ তারিখ ধরে চলবে রাখি বন্ধনের এই মেলা। বিষয়টি নিয়ে ইতিমধ্যে উৎসবের মেজাজে দিন কাটাতে শুরু করেছে সবাই। আর ঠিক এমন আনন্দঘন মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট রীতিমত ভাইরাল হতে শুরু করেছে।

সোশ্যাল মিডিয়ায় বিগত কয়েকদিন ধরে ঘুরে বেড়ানো একটি পোস্টে দাবি করা হয়েছে, রাখি বন্ধন উৎসব উপলক্ষে ভারতের প্রত্যেকটি মেয়েদের ব্যাংক একাউন্টে ৩,০০০ টাকা করে দিচ্ছে মোদি সরকার। ভাইরাল ওই পোস্টে বলা হচ্ছে, কেন্দ্রীয় সরকার মহিলাদের জন্য একটি বিশেষ (‘লাডলি’) প্রকল্প ঘোষণা করেছে। আর সেই জন্য ভারতের প্রতিটি মহিলাদের একাউন্টে প্রতি মাসে ৩,০০০ টাকা দেবে মোদী সরকার।

রাখি বন্ধন উৎসবের আগে সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়ানো এই পোস্টটি রীতিমত ভাইরাল হয়েছে। অনেকেই মেনে নিতে শুরু করেছেন যে, চলতি মাসে রাখি বন্ধন উৎসবের পরপরই অ্যাকাউন্টে ঢুকবে ৩,০০০ টাকা।

তবে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা ওই পোস্টের সত্যতা খুঁজতে গিয়ে সম্পূর্ণ নতুন তথ্য উঠে এসেছে। অফিসিয়াল ফ্যাক্ট-চেকিং ওয়েবসাইট পিআইবি বিষয়টি তদন্ত করে চমকপ্রদ তথ্য প্রদান করেছে। যেখানে বলা হয়েছে, কেন্দ্রীয় সরকারের তরফ থেকে এমন ধরনের কোন ঘোষণা করা হয়নি। এমনকি ‘লাডলি যোজনাটি’ কেন্দ্রীয় সরকারের নয় বরং মধ্য প্রদেশ সরকার এই যোজনার মাধ্যমে নারীদের ১,০০০ টাকা ভাতা দিয়ে থাকে।

Related Articles

Back to top button