টেক বার্তা

Electric Cycle: স্কুটার কেনার ঝামেলা থেকে চিরতরে মুক্তি, মাত্র ২৩৯৯ টাকায় কিনুন হোন্ডার ইলেকট্রিক সাইকেল

মাসিক মাত্র ২৩৯৯ টাকায় ইলেকট্রিক সাইকেলটি কিনতে পারবেন গ্রাহকরা।

Advertisement

দিনের পর দিন জ্বালানি তেলের ঊর্ধ্বমূল্যের কারণে বেড়ে চলেছে ইলেকট্রিক স্কুটারের চাহিদা। আজ প্রায় প্রত্যেক মধ্যবিত্ত ঘরের অন্যতম চাহিদা হয়ে উঠেছে ইলেকট্রিক স্কুটার। তবে লক্ষ টাকার কাছাকাছি ক্রয় মূল্য হওয়ার কারণে ইলেকট্রিক গাড়ি ব্যবহারের সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন নিম্ন-মধ্যবিত্ত এবং নিম্নবিত্তরা। তবে এবার সেই সমস্যার সমাধান নিয়ে এলো জনপ্রিয় বাইক নির্মাণ সংস্থা হোন্ডা। মূলত, কলেজ ছাত্র-ছাত্রীদের কথা মাথায় রেখে ভারতের বাজারে লঞ্চ করেছে নিজেদের অত্যাধুনিক ব্যাটারি চালিত সাইকেল। যা বর্তমানে প্রথম পছন্দের যানবাহন হয়ে উঠেছে নিম্নবিত্তদের জন্য।

আমরা আপনাদের বলি, এমনিতেই ভারতের বাজারে একাধিক কোম্পানির ইলেকট্রিক সাইকেলের উপস্থিতি রয়েছে। যেগুলি ইতিমধ্যে গ্রাহকদের কাছে আকর্ষণীয় প্রমাণিত হয়েছে। তবে এবার সেই মুকুটে নতুন পালক যুক্ত করেছে হোন্ডা। সম্প্রতি এই গাড়ি নির্মাণ সংস্থাটি Honda E MTB নামের একটি ইলেকট্রিক সাইকেল লঞ্চ করেছে। যার অবিশ্বাস্য মাইলেজ, দুর্দান্ত ডিজাইন এবং অফুরন্ত বৈশিষ্ট্য ইতিমধ্যে গ্রাহকদের কাছে আলোড়ন ফেলে দিয়েছে। এছাড়া, প্রাইজ মূল্য অত্যন্ত কম থাকার কারণে এই ইলেকট্রিক সাইকেলের চাহিদা বর্তমানে তুঙ্গে রয়েছে।

যদি বাজারের সেরা এই ইলেকট্রিক সাইকেলের অবিশ্বাস্য বৈশিষ্ট্য সম্পর্কে বলি, তবে এর দুর্দান্ত ডিজাইন প্রথমেই নজরে পড়বে প্রত্যেকের। শুধু তাই নয়, সিঙ্গেল চার্জে ৯০ কিলোমিটার পর্যন্ত ব্যাটারি রেঞ্জ পাবেন গ্রাহকরা। কোম্পানির তরফ থেকে দাবী করা হয়েছে, দুর্দান্ত এই ইলেকট্রিক সাইকেলটি মাত্র তিন ঘন্টায় সম্পূর্ণ চার্জ হবে। এছাড়া অত্যাধুনিক বৈশিষ্ট্যের মধ্যে এই বৈদ্যুতিক সাইকেলে একটি নতুন উচ্চ উজ্জ্বলতা হেডলাইট এবং এলইডি সূচক দেওয়া হয়েছে। পাশাপাশি ডিজিটাল স্ক্রিনের সুবিধা দেওয়া হয়েছে এই সাইকেলে। যদি দামের কথা বলি, তবে হোন্ডার এই সাইকেলটি ক্রয় করতে গ্রাহকদের ২৪ হাজার টাকা খরচ করতে হবে। যা বিভিন্ন অফারের উপর নির্ভর করে ২০ হাজার টাকায় ক্রয় করতে পারবেন। এছাড়া মাসিক মাত্র ২৩৯৯ টাকায় ইলেকট্রিক সাইকেলটি কিনতে পারবেন গ্রাহকরা।

Related Articles

Back to top button