Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

Viral : বই নিয়ে পড়াশোনা করছে এক বিড়াল, ঝড়ের গতিতে ভাইরাল ভিডিও

Updated :  Thursday, January 23, 2020 11:32 AM

কৌশিক পোল্ল্যে: ফেসবুকে আজকাল কতরকম ভিডিয়োই সামনে আসে। কিছু অবাক করার মতো কীর্তিকলাপের জেরেও ভাইরাল হয় অনেক ভিডিও। এসব আশ্চর্যের বিষয় মানুষের কল্পনাতীত বটে। এবার এমনই একটি ভিডিও প্রকাশ্যে এল। মুখের সামনে বই নিয়ে পড়াশুনো করছে এক বিড়াল, আর তাকে পাহারা দিচ্ছে খোদ বিড়ালের মা।

বাংলাদেশের এই ভিডিয়োটিতে এক মহিলা তার পোষ্য ছোট্ট মার্জারটিকে পড়তে বসিয়েছেন। বিড়ালছানাটিও মনযোগ সহকারে তাকিয়ে বইয়ের দিকে। ইংরেজি শেখার থেকে বাংলা শেখাতেই তার বেশি আগ্রহ সে কথাও বুঝিয়ে দিচ্ছে মুখে শব্দ করে।

আরও পড়ুন : Viral : বিয়ে করতে গিয়ে কেঁদে লুটিয়ে পড়লেন পাত্র, ফেসবুকে ক্রমশ ভাইরাল এই ভিডিও

বিড়ালছানাটির মাও তার সন্তানের লেখাপড়া নিয়ে বেশ সচেতন, সন্তানের পাশে বসে দক্ষ অভিভাবকের মতোই পাহারা দিচ্ছে। এইসবটুকুই ক্যামেরাবন্দি করেন ওই বাংলাদেশী মহিলা।

ফেসবুকে ভিডিওটি আপলোড হওয়ার পরপরই এটি চলে যায় ভাইরালের খাতায়। উল্লেখ্য, এই বুদ্ধিমত্তা যুক্ত বিড়ালগুলির আরও অনেক ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে। তবে বিড়াল হয়ে পড়াশোনা এ যেন নতুন কিছুর ইঙ্গিত দিচ্ছে। তবে কী মানুষের পর বিড়ালরাও আধুনিক হল? চলুন দেখে নিই সেই সেই মজার ভিডিওটি।