ক্রিকেটখেলা

প্রথম ম্যাচে রানের পাহাড়, নিউজিল্যান্ডকে ৩৪৮ রানের লক্ষ্য দিল ভারত

Advertisement

হ্যামিল্টনে প্রথম একদিনের ম্যাচে টসে জিতে ভারতকে প্রথমে ব্যাট করতে পাঠায় নিউজিল্যান্ডের অধিনায়ক টম লাথাম। কিন্তু চোটের জন্য না খেলায় অধিনায়কত্ব করছেন তিনি কেন উইলিয়ামসন চোটের কারণে না খেলার জন্য অধিনায়কত্ব করেছেন তিনি। নির্ধারিত ৫০ ওভারে ভারত ৪ উইকেট হারিয়ে ৩৪৭ রান তুলতে সক্ষম হয়।

আজ একদিনের ক্রিকেটে ভারতীয় দলে অভিষেক হয় পৃথ্বী শ ও মায়াঙ্ক আগরওয়ালের। কিন্তু দুজনের মধ্যে একজনও বড় রানের ইনিংস খেলতে পারেননি। পৃথ্বী ২০ এবং মায়াঙ্ক ৩২ রান করে দলের ৫৪ রানের মধ্যেই প্যাভিলিয়নে ফেরেন।

আরও পড়ুন : ফাইনালে ভারত, পাকিস্তানকে ১০ উইকেটে হারাল ভারত

বিরাট কোহলি তিন নম্বরে ব্যাট করতে নেমে অর্ধশতরান পূর্ণ করেন। ৫১ রান করে ইশ সোধির বলে বোল্ড হয়ে সাজঘরে ফেরেন তিনি। শ্রেয়স এদিন তার ক্যারিয়ারের প্রথম শতরানটি পূর্ণ করেন। ১০৭ বলে এগারটি চার ও একটি ছয়ের সাহায্যে ১০৩ রানের ঝকঝকে এক ইনিংস খেলেন তিনি।

পাঁচ নম্বরে ব্যাট করতে নেমে কে এল রাহুল ৮৮ রানের একটি ঝড়ো ইনিংস খেলেন মাত্র ৬৪ বল খেলে। তার এই ইনিংসটি সাজানো রয়েছে তিনটি ৪ ও ছয়টি ৬ এ। শেষ মুহূর্তে ব্যাটিং করতে নেমে কেদার যাদবের ১৫ বলে ২৬ রানের মূল্যবান ছোট ইনিংস ভারতকে ৩৪৭ রানে পৌঁছতে সাহায্য করে।

Related Articles

Back to top button