বাজেটের পর দুদিন বাড়ার পর থেকে প্রতিদিনই কমছে সোনার দাম। আজ সোনার দাম অনেকটাই কমছে ভারতের বাজারে। বিশ্বব্যাপী সোনার দামে ভারী পতন হওয়ার ফলেই এই দাম কমেছে। কলকাতার বাজারে আজ সোনার দাম প্রতি ১০ গ্রামে দাম হয়েছে ৪০,৬৬০ টাকা। যা গত সপ্তাহের থেকে ৫০০ টাকারও বেশি কমেছে।
গতকালের থেকে আজ সোনার দাম প্রতি ১০ গ্রামে কমেছে ০.৭৭%। সোনার পাশাপাশি রুপোর দামও কমেছে উল্লেখযোগ্য ভাবে। রুপোর দাম প্রতি কেজিতে আজ ৪৬,১৩০ টাকা। বিশ্ব বাজারে দাম কমার ফলেই যে ভারতে সোনার দাম এতটা কমেছে বলে মনে করা হচ্ছে।
আরও পড়ুন : উত্তরবঙ্গে তীব্র কম্পন, আতঙ্কে রাস্তায় বহু মানুষ
বিশেষজ্ঞদের ধারণা আরও কয়েকদিন এমন কমতে থাকবে সোনার দাম। এই বিয়ের মরসুমে সোনা ও রুপোর দাম উল্লেখযোগ্য ভাবে কমার ফলে ব্যাবসায়ী থেকে শুরু করে মধ্যবিত্ত সাধারণ মানুষ সকলেরই যে খুবই সুবিধা হবে তা বলাই বাহুল্য।