দেশনিউজ

এবার আরও সহজ, গ্যাস বুকিং-এ শুরু নতুন পদ্ধতি

Advertisement

অনেকেরই সমস্যা হয় গ্যাস বুক করতে। কিন্তু এবার থেকে অনেক সহজেই কোন ঝামেলা ছাড়াই বুক করা যাবে গ্যাস। নিত্যদিনের বিভিন্ন কাজের ঝামেলার মধ্যে গ্যাস বুক করা এবং নিয়ে আসার ঝামেলায় সাধারন মানুষকে সমস্যার সম্মুখীন হতে হয়।

তবে এবার থেকে ইন্ডেন গ্যাস ব্যবহারকারীদের জন্য গ্যাস বুকিং অনেক সহজ হয়েছে। ইন্ডেন গ্যাস গ্রাহকেরা রেজিস্টার মোবাইল নম্বর দিয়ে আগেই গ্যাস বুক করতে পারতেন। এবার সেই পদ্ধতিকে আরও সহজতর করে দেওয়া হল। নির্দিষ্ট ভাষা থাকলে অনেকেরই সমস্যা হয় নিজস্ব মাতৃভাষার বাইরে অন্য ভাষার ক্ষেত্রে। সেই অসুবিধা দূর করতে তাই তাদের জন্য তিনটি আঞ্চলিক ভাষা অর্থাৎ হিন্দি, বাংলা, ইংরেজি যোগ করা হল।

আরও পড়ুন : ব্যাঙ্ক গ্রাহকদের জন্য স্বস্তির খবর, মার্চে হচ্ছে না ব্যাঙ্ক ধর্মঘট

এছাড়াও নতুন পদ্ধতিতে আইভিপিএস কোডের মাধ্যমে যখন খুশি গ্যাস বুক করা যাবে। এখন গ্যাস বুক করতে হলে প্রথমে ভাষা বাছতে হবে তারপর মোবাইল নম্বরের আগে এসটিডি কোড আসবে তারপরই আসবে কনজিউমার নম্বর। তাতে ওকে করলেই খুব সহজে গ্যাস বুক হয়ে যাবে।

Related Articles

Back to top button