দেশনিউজ

কেন্দ্রীয় সরকারের নতুন প্রকল্প, মিলবে আয়করের সুবিধা

Advertisement

সাংসদে পাশ হল নতুন বিল। যার নাম  “বিবাদ সে বিশ্বাস।” এর আগে সাংসদে কোনো হিন্দি নামের বিল পাশ হয়নি। এই প্রথম তা পাশ হল। এই নতুন আইনের কোথা আগের বাজেটেই বলেছিলেন নির্মলা সীতারামন। এই বিল রাজ্যসভাতে পাশ হলেও লোকসভাতে পাশ হয়নি। তবে এই বুধবার লোকসভাতে ও বিল পাশ হয়েছে।

বাজেট পেশের সময় নির্মলা সীতারামন জানিয়েছিলেন যে ৩০ শে জুন পর্যন্ত এই প্রকল্প বহাল থাকবে। এই বিলের নামের সারমম হল যে আয়কর নিয়ে করদাতাদের মধ্যের বিবাদকে মিটিয়ে ফেলা। এই প্রকল্পে কেন্দ্রীয় সরকার সুযোগ দিচ্ছে তাদের যারা বকেয়া কর এখনও মেটায়নি। ৩১ শে মার্চের মধ্যে কর মিটিয়ে দিলে কোন জরিমানা বা সুদ দিতে হবে না বলে সরকার জানিয়েছে।

আরও পড়ুন : ভুল বানানেও নম্বর পাওয়া যাবে, এমনি নির্দেশ দিল মধ্যশিক্ষা পর্ষদ

কর সংক্রান্ত মামলার সংখ্যা প্রায় ৫ লক্ষের কাছাকাছি। কর বাবদ প্রাপ্য টাকা আদায় করার জন্যই সরকার এই পন্থা বেছে নিয়েছে। এর থেকে কর আদায় হলে সরকারের মামলার খরচ ও কমে যাবে বলে মনে করা হচ্ছে।

কেন্দ্রীয় সরকার এই প্রকল্পের ফলে প্রায় দেড় লক্ষ কোটি টাকা আয় হবে বলে মনে করছে। ৩১ শে মার্চের পর বকেয়া কর দিলে সেক্ষেত্রে সামান্য জরিমানা ধার্য করা হবে। তবে সর্বশেষ সময়সীমা ৩০ শে জুন পর্যন্ত  বেঁধে দিয়েছে কেন্দ্রীয় সরকার।

Related Articles

Back to top button