শ্রেয়া চ্যাটার্জি : গোটা বিশ্ব যখন করোনা ভাইরাসের আতঙ্কে আতঙ্কগ্রস্ত। ঠিক সেই মুহূর্তেই এই করোনাভাইরাস সংক্রান্ত আরেকটি দূষণ সোশ্যাল মিডিয়ায় নজর কাড়ছে। চীনের সমুদ্রের পাড় ভরে গেছে একবার ব্যবহার করা ফেস মাস্ক এ। করোনা ভাইরাস এ আক্রান্ত হওয়া থেকে বাঁচতে চীনের মানুষজন কার্যত গৃহবন্দী হয়ে রয়েছেন। তারা হয়তো ভাবছেন যে বাড়ি থেকে না বেরুলেই তারা এই ভাইরাসের আক্রমণ থেকে বাঁচবেন। যারা বেরোচ্ছেন তারা মুখে মাস্ক পরে আছেন। আর এই মাস্ক গুলোতে ছেয়ে গেছে গোটা হংকংয়ের সমুদ্রের পাড়। শুধু যে প্লাস্টিক দূষণ হচ্ছে তা নয়, সমুদ্রের প্রাণী গুলো রীতিমতো পরিবেশের সঙ্গে বাঁচার জন্য প্রতিদিন লড়াই করে চলেছে। তারপরে আবার যোগ দিয়েছে এই ফেসমাস্ক গুলোর দূষণ।
করোনা থেকে বাঁচার জন্য ব্যবহৃত ফেস মাস্ক এইভাবে যে পরিবেশের দূষণ করবে তা মানুষ স্বপ্নেও ভাবতে পারেনি। অনেকেই এই মাস্ক ব্যবহার করছেন যেগুলো একবারই ব্যবহার করা যায় তারা সেগুলি ব্যবহার করছেন এবং সাথে সাথে ফেলেও দিচ্ছেন। একদিনে প্রায় ৭.৪ মিলিয়ন মাস্ক পাওয়া গেছে। এই ধরনের ইউস এন্ড থ্রো মাস্ক গুলি পরিবেশ বান্ধব নয়।
আরও পড়ুন : গ্রাম থেকে বিদেশে পাড়ি, বিশ্ববাজারে বিক্রি হচ্ছে ৮০ বছরের বৃদ্ধের আঁকা ছবি
মানুষ হয়তো ভাবছে মানুষ নিজেকে রক্ষা করছেন করোনাভাইরাস হওয়া থেকে। কিন্তু অন্যদিকে পরিবেশের ক্রমাগত ক্ষতি করে যাচ্ছে আমরা সকলে মিলে। এই মাস্ক হয়তো আমাদের করোনা ভাইরাস থেকে রক্ষা করবে। কিন্তু এই ইউস এন্ড থ্রো মাস্ক গুলির জন্য সামুদ্রিক জীবন ক্রমশ দুর্বিষহ হয়ে উঠছে। সেদিকেও আমাদের লক্ষ্য রাখতে হবে। একে সমুদ্রের পাড় ভরে গেছে বিভিন্ন প্লাস্টিকের তৈরি জিনিসে। তার উপর এই মাস্ক। একে বারে গোদের উপর বিষ ফোঁড়া।