করোনায় ক্রমেই বাড়ছে উদ্বেগ, এখনো পর্যন্ত ভারতে আক্রান্ত ১০৭। উদ্বেগ ক্রমশই দ্বিগুণ হচ্ছে নানান মহলে। যার ফলে আলোচনার মাধ্যমে সমাধানের পথ খুঁজছে সকল দেশ। নিজের প্রতিপত্তি বিস্তার করে আস্তে আস্তে ছড়িয়ে পড়ছে নোভেল করোনা ভাইরাস। এই নোভেল করোনা ভাইরাসের উৎস স্থল হুবেই প্রদেশের উহান শহরের অবস্থা বর্তমানে জনশূন্য থেকে কিছুটা উন্নত। WHO অর্থাৎ বিশ্ব স্বাস্থ্য সংস্থা এই ভাইরাসের পোশাকি নাম দিয়েছে কোভিড-১৯। চীন থেকে তা আস্তে আস্তে ছড়িয়ে গিয়েছে বাইরের দেশগুলোতেও। মূলত দক্ষিণ এশিয়ায় এই ভাইরাসের প্রতিপত্তি বিস্তার লক্ষ্য করা গিয়েছে। তবে এবার উদ্বেগ বাড়াচ্ছে ইতালি।
এমন সংকটজনক পরিস্থিতিতে ভারতেও ক্রমেই বাড়ছে আক্রান্তের সংখ্যা। যা গত কয়েকদিন ৮০ এর ঘরে ছিল, সেই সংখ্যাটা এখন বেড়ে দাঁড়িয়েছে ১০৭। এদিন এমনটাই জানিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। গোটা বিশ্বে এই ভাইরাসের কবলে আক্রান্ত ১.৩ লক্ষের বেশি মানুষ। মৃত্যু হয়েছে ৫,৭০০ জনেরও বেশি। বিশ্ব স্বাস্থ্য সংস্থা অর্থাৎ Who বিশ্বব্যাপী এই অবস্থাকে ‘বিশ্বব্যাপী মহামারি’ নাম দিয়েছে।
আরও পড়ুন : করোনা রুখতে সাফল্যের পথে কানাডার বাঙালি বিজ্ঞানী
তিরুপতি মন্দিরে প্রবেশ পথ বন্ধ, অনির্দিষ্টকালের জন্য জারি হয়েছে নিষেধাজ্ঞা। বেলুড় মঠে আপাতত বন্ধ রাখা হয়েছে অতিথি নিবাস। এছাড়া মহারাষ্ট্রে ৩১ জন, কেরালায় ২২ জন এবং উত্তর প্রদেশে ১১ জনের শরীরে মিলেছে কোভিড-১৯। এমন পরিস্থিতিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সকল সার্ক গোষ্ঠীভুক্ত দেশগুলিকে আলোচনার জন্য ভিডিও কনফারেন্সের আহ্বান জানিয়েছেন, সাড়া মিলেছে পাকিস্তানেরও। নরেন্দ্র মোদী নির্দেশ দিয়েছেন, এই মুহূর্তে কোনো কেন্দ্রীয় মন্ত্রী বিদেশ সফরে না যাওয়ার জন্য। সবমিলিয়ে পরিস্থিতি খুবই জটিল হয়ে দাঁড়িয়েছে।