সাবধান! মোবাইল থেকেও ছড়াতে পারে করোনা ভাইরাস, সতর্ক বার্তা দিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা
বিশ্বজুড়ে নোভেল করোনা ভাইরাস ঠেকাতে একাধিক সতর্কতামূলক পদক্ষেপ নেওয়া হয়েছে। তবে সম্প্রতি মোবাইল ব্যবহারের উপর একাধিক বিধিনিষেধ ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। মোবাইল থেকেও হতে পারে সংক্রমণ বলে তারা মনে করছেন।
শুধুমাত্র বিশ্ব স্বাস্থ্য সংস্থা নয়, বিশেষজ্ঞরাও নিজেদের মোবাইলের দিকে নজর রাখতে বলেছেন। অর্থাৎ নিজেদের পরিষ্কার পরিচ্ছন্ন রাখার পাশাপাশি মোবাইলের ও কিছু বিধিনিষেধ মেনে চলতে বলা হচ্ছে। মোবাইলকেও পরিষ্কার রাখতে হবে বলে তারা মনে করছেন। এখন বর্তমানে মোবাইল ছাড়া মানুষ চলতে পারেন না। তবে বর্তমানে এই ভাইরাসের কবল থেকে বাঁচতে এই পদ্ধতিগুলি অবশ্যই মানতে হবে।
মোবাইল ফোন ব্যবহারের বিধিনিষেধ :
১) যতটা পারবেন মোবাইল কম ব্যবহার করুন। প্রয়োজন ছাড়া মোবাইলকে ব্যাগে বা আপনার থেকে যতটা সম্ভব দূরে রাখুন।
২) মোবাইলের কাজ অর্থাৎ ফোন বা মেসেজ করা হয়ে গালে ব্যাগে রেখে দিন।
৩) মোবাইলের পরিচ্ছনতা দরকার। তাই জল দিয়ে পরিষ্কার করুন কিন্তু খেয়াল রাখবেন জল যাতে আপনার ফোনের ভিতরে না ঢুকে যায়।
৪) শুধু মোবাইল নয়, পরিষ্কার করুন মোবাইলের কভারকেও।
৫) মোবাইলের কোণাগুলো সরু কটন বাড্স দিয়ে পরিষ্কার করুন।
৬) ব্যাকটেরিয়া বিরোধী লোশন বা লিক্যুইড দিয়ে ভালো করে মোবাইলের চারপাশ মুছে নিন।
এখন বার বার বলা হচ্ছে হাত সাবান দিয়ে ধুতে। কিন্তু যতবার মোবাইল ধরা হয় ততবার তো হাত ধোয়া সম্ভব হয় না। আবার আমাদের হাঁচি বা কাশির সময় জীবাণু হাতে থাকা মোবাইলে লেগে যায়। তাই নিজেদের সুরক্ষার স্বার্থে এই বিষয়গুলির প্রতি যত্নবান হতে হবে।