সারা দেশজুড়ে চলছে টানা ২১ দিনের লকডাউন। তবু ও কিছু মানুষ ঠিকমতো মানছেন না। তাদের জন্য বার বার পুলিশ ও প্রশাসনকে পদক্ষেপ নিতে হচ্ছে। বর্তমান পরিস্থিতিতে পুলিশের ভূমিকা ও তাঁদের অবদান ভোলার নয়। দিনরাত এক করে তাঁরা দেশকে সাহায্য করে চলেছেন। মানুষকে সচেতন করার জন্য নানা পদক্ষেপ গ্রহণ করছেন পুলিশরা। তবে তাঁরা দেশের জন্য সেবা করতে গিয়ে তাঁদের পরিবারের সাথে দূরত্ব বেড়েছে। পরিবারের কারোর যাতে সংক্রমণ না ছড়ায় তাই সামাজি দূরত্ব বজায় রাখছেন তাঁরা।
এবার এই এক পুলিশকর্মীর দুঃখের কথাই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ইন্দোরের এক পুলিশ অফিসার নির্মল কুমার শ্রীবাস সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে লিখেছেন যে সবাই একসাথে করোনা সংক্রমণের বিরুদ্ধে লড়ছি। কখনো ৪৮ ঘন্টাও ডিউটি করতে হচ্ছে। কিন্তু কষ্টটা তখন হচ্ছে যখন বাড়ি গিয়ে উঠোনের একপাশে বসে খাবার খাচ্ছি, আর আমাকে দূর থেকে দেখে অবাক হচ্ছে ছোট মেয়ে। আর আমি ইচ্ছা সত্বেও ওকে কোলে তুলতে পারছি না।
ছবিতে দেখা যাচ্ছে তিনি একটি বালতিকে উল্টিয়ে নিয়ে টেবিল বানিয়ে সেটার উপর থালা রেখে খাবার খাচ্ছেন।আর তাঁর মেয়ে দূরে দরজার সামনে থেকে তাঁকে অবাক দৃষ্টিতে দেখছে। এর আগেও দেশের বিভিন্ন জায়গাতে পুলিশ কর্তাদের নানা রকম ভিডিও ভাইরাল হয়েছে। কোথাও দেখা যাচ্ছে তাঁরা ‘বেলা বোস ‘ গাইছেন, যেখানে লিরিক্স বদলে করোনা তথ্য যোগ করা হয়েছে। কোথাও আবার পুলিশ মাথায় করোনা হেলমেট পরে মানুষকে সচেতন করছেন।