জ্যোতিষ শাস্ত্রের মতে এমন কিছু লক্ষণ আছে যেগুলি হাতের করতলে ফুটে উঠলে পথদুর্ঘটনার সম্ভাবনাই বেশি। সতর্ক হওয়ার জন্য লক্ষণ গুলি জেনে নিন-
লক্ষণ গুলি হল –
1)কোন ব্যক্তির হাতের করোতলে মস্তিষ্ক রেখা, ভাগ্য রেখায় কোন বৃত্ত চিহ্ন ফুটে ওঠে।
2)ভাগ্যরেখা ও আয়ু রেখা, এই দুটি রেখা ভগ্ন থাকলে।
2)হৃদয় রেখা ও ভাগ্য রেখা, এই দুটি রেখা ভগ্ন থাকলে।
এই লক্ষণগুলি পথদুর্ঘটনা নির্দেশ করে, এই লক্ষণ গুলি হাতের রেখায় দেখতে পেলে যত তাড়াতাড়ি সম্ভব এর প্রতিকার করুন। অন্যথায় বিপদ হওয়ার সম্ভাবনাই বেশি।