জ্যোতিষ

আজ সোমবার ১৩ই এপ্রিল কেমম যাবে দিনটি, দেখে নিন আজকের রাশিফল

Advertisement

আজ ১৩ই এপ্রিল, সোমবার। জেনে নিন নিজের রাশিফল সম্পর্কে।

মেষঃ আজ আপনার জন্য খুবই শুভ হবে। আয় বৃদ্ধির সম্ভাবনা তৈরি হবে আজ।

বৃষঃ আজ হঠাৎ বিপদের সম্ভাবনা তৈরি হতে পারে। সাবধানতা অবলম্বন করুন।

মিথুনঃ আজকের দিনটি আপনার জন্য শুভ হবে না। অপত্যহানির সম্ভাবনা রয়েছে।

কর্কটঃ আজ চক্ষু পীড়ায় কষ্ট পেতে পারেন। চিকিৎসকের পরামর্শ নিন।

সিংহঃ পারিবারিক দিক দিয়ে শুভ হবে না। ভাতৃ বিরোধ দেখা দেবে।

কন্যাঃ আজ উদ্বেগ বৃদ্ধি পেতে পারে। পরিবারের সাথে থাকুন।

তুলাঃ আজ আপনার জন্য বিশেষ ভাবে শুভ। কার্য্যসিদ্ধি হবে আজ।

বৃশ্চিকঃ যারা ক্রীড়ার সাথে যুক্ত, তাদের জন্য খুবই শুভ। সাফল্য লাভ করবেন।

ধনুঃ আজ আপনার হতাশার সৃষ্টি হতে পারে। পরিবারের সাথে আলোচনার মাধ্যমে সমাধান করুন।

মকরঃ আজ আপনার অর্থক্ষতি দেখা দিতে পারে। পরিকল্পনা করে খরচ করা জরুরি।

কুম্ভঃ আজ আপনার জন্য খুবই শুভ। নতুন কাজ শুরু করতে পারেন।

মীনঃ আজ হঠাৎ করে শত্রুভয় দেখা দেবে। ভেবেচিন্তে পদক্ষেপ নিন।

Related Articles

Back to top button