অফবিট

‘লকডাউনে বাড়িতে থাকুন’ ভারতীয়দের অনুরোধ করছেন পৃথিবীর ক্ষুদ্রতম মহিলা

Advertisement

শ্রেয়া চ্যাটার্জি – স্বাস্থ্য কর্মী থেকে শুরু করে সাফাই কর্মী প্রত্যেকেই দিনরাত এক করে করোনা ভাইরাস এর বিরুদ্ধে লড়াই করে চলেছেন প্রতিনিয়ত। বলিউডের অভিনেতা, অভিনেত্রী থেকে শুরু করে সাধারণ মানুষ প্রত্যেকেই হাতে হাত মিলিয়ে লড়াই করে চলেছেন এই করোনা ভাইরাস এর বিরুদ্ধে। তারা অনেকেই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সাধারন মানুষকে বোঝাচ্ছেন যে, বাড়িতে থেকেই করোনা ভাইরাস এর শৃংখল কে ভেঙে দিতে হবে।

সম্প্রতি পৃথিবীর ক্ষুদ্রতম নারী জ্যোতি আমগে তিনিও সকলকে বাড়িতে থাকতে অনুরোধ করেছেন। তিনি এও বলেছেন লকডাউনকে মেনে নিতে যাতে করোনা ভাইরাস থেকে মুক্তি পাওয়া যায়। জ্যোতি, যার উচ্চতা ৬২.৮ সেন্টিমিটার, গোলাপি রঙের একটি সুন্দর পোশাক পরে, কালো জুতো পরে এবং মুখে মাস্ক পরে জনগণকে অনুরোধ করছেন বাড়িতে থাকতে। জ্যোতি পেশায় একজন অভিনেত্রীও। তিনি নাগপুরের পুলিশের সঙ্গে হাত মেলান এবং নাগপুর টেলিফোন এক্সচেঞ্জ স্কয়ার সেন্ট্রাল এভিনিউ এ ১৩ ই মার্চ গিয়ে সমস্ত মানুষকে উদ্দেশ্য করে বাড়িতে থাকতে অনুরোধ করেন। নাগপুরের পুলিশদের কে ধন্যবাদ জানাতে তিনি ভোলেননি। তার এই কাজকে তার মা-বাবা ভীষণভাবে সাহায্য করেছেন।

করোনা ভাইরাস কে জয় করার একমাত্র পথ হলো সামাজিক দূরত্ব বজায় রাখা। তাতেই একমাত্র এর শৃংখল কে বিচ্ছিন্ন করা যাবে। খুব প্রয়োজন ছাড়া বাইরে না বেরোনো। বাইরে বেরোলে অবশ্যই মাস্ক ব্যবহার করা। এবং বাড়ী ফিরে এসে সাবান বা স্যানিটাইজার দিয়ে হাত, মুখ ভালো করে ধুয়ে নেওয়া। এই কয়েকটা ছোটখাট নিয়ম পালন করতে পারলেই করোনা কে ঠিক একদিন আমরা জয় করতে পারবো।

Related Articles

Back to top button