Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

আজ ২৮শে জুন রবিবার জানুন আজকের রাশিফল

Updated :  Sunday, June 28, 2020 8:44 AM

আজ ২৮শে জুন, রবিবার। রাশি অনুযায়ী জেনে নিন নিজের রাশিফল সম্পর্কে।

মেষঃ আজকের দিনটি আপনার জন্য বিশেষ ভাবে শুভ হবে। বিবাহের যোগাযোগ ঘটার সম্ভাবনা রয়েছে।

বৃষঃ আজকের দিনটি আপনার অন্যরকমভাবে কাটবে। সৃষ্টিশীল কাজের সাথে যুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে।

মিথুনঃ আজ অর্থনৈতিক দিক থেকে খুব একটা ভালো কাটবে না, ব্যয় বৃদ্ধি পাবে। ভেবেচিন্তে ব্যয় করা জরুরি।

কর্কটঃ আজ আপনি কোনো বিশেষ কারণে শোকান্বিত হয়ে পড়তে পারেন। পরিবারের সাথে সমস্যার কথা আলোচনা করুন।

সিংহঃ আজ আপনি সমাজসেবামূলক কাজে ব্যস্ত হয়ে পড়তে পারেন। মানসিক দিক থেকে খুবই অনেক ভালো থাকবেন।

কন্যাঃ যারা শ্রমজীবী রয়েছেন তাদের জন্য আজকের দিনটি ভালো। কোনো বিশেষ সাফল্য লাভ করতে পারেন।

তুলাঃ শারীরিক দিক থেকে আজ আপনার বিশেষ ভালো কাটবে না। শ্বাসকষ্ট দেখা দিতে পারে। চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।

বৃশ্চিকঃ আজকের দিনটি আপনার খুবই ভালো কাটবে। প্রেম-প্রীতি বাড়ার প্রবল সম্ভাবনা রয়েছে। মানসিক শান্তি লাভ করবেন।

ধনুঃ আজ আপনার মধ্যে দুশ্চিন্তা দেখা দিতে পারে। অযথা চিন্তা না করে নিজের কাজ মনোযোগ সহযোগে করুন।

মকরঃ আজ অর্থনৈতিক দিক থেকে আপনার খুবই ভালো যাবে। সঞ্চয়ের যোগ দেখা দিতে পারে।

কুম্ভঃ আজ কোনও বিষয়ে সুসংবাদ লাভ করতে পারেন। ফলে মানসিক দিক দিয়ে খুবই ভালো থাকবেন।

মীনঃ আজ পারিবারিক দিক দিয়ে খুবই ভালো যাবে। দাম্পত্যসুখ ভোগ করার সম্ভাবনা বৃদ্ধি পাবে।