সোমনাথ বিশ্বাস: মুসলিম দের প্রধান উৎসব হলো ঈদ। এই ঈদ বছরে দুবার হয়। তার মধ্যে একটি হচ্ছে বকরি ঈদ। এই ঈদেই আছে পাঁঠা বা দুম্বা কুরবানী দেওয়ার রীতি। মুসলিমদের কাছে এই বকরি ঈদের গুরুত্ব অনেকটাই বেশি। কিন্তু জানেন কি কেনো এই পাঁঠা বা দুম্বা কুরবানী দেওয়া হয় এই ঈদে?
কথিত আছে, এই দিন আল্লাহর নির্দেশে নিজের ছেলে হজরত ইসমাইলকে কুরবানী বা বলি দিতে গিয়েছিলেন হজরত ইব্রাহিম। কিন্তু তাঁর ভক্তি দেখে আল্লাহ হজরত ইব্রাহিমের ছেলের প্রাণ ফিরিয়ে দেন। সেই থেকে এই উৎসব এভাবেই পালিত হয়। কুরবানী দেওয়ার সময় যাতে নিজের ছেলের মুখ না দেখতে হয় তার জন্যে হজরত ইব্রাহিম নিজের চোখ কাপড় দিয়ে বেঁধে নিয়েছিলেন। কিন্তু বলি দেওয়ার পর ইব্রাহিম দেখেন যে, তার ছেলে সামনেই দাঁড়িয়ে আছে, আর কুরবানীর স্থানে পড়ে আছে একটি পাঁঠা। তারপর থেকেই এই কুরবানী দেওয়ার রীতি চালু হয়।
ইসলাম ধর্মে এই কুরবানী দেওয়ার পর নিজের জন্যে ১ ভাগ রেখে বাকি ২ ভাগ গরীব দের মধ্যে বিলিয়ে দেওয়ার নির্দেশ আছে। তাতে করে আল্লাহর আশীর্বাদ পাওয়া যায়। তাই মুসলিমরা কুরবানীর পর ২ ভাগ গরীবদের মধ্যে দান করে দেয়।