শ্রেয়া চ্যাটার্জি – একটার পর একটা টি-শার্ট পরেই চলেছেন, মিডিয়াম থেকে এক্সট্রা লার্জ। সব মিলিয়ে টি-শার্ট এর সংখ্যা হয়েছে ২৬০টি। যিনি কাজটি করেছেন তার নাম টেড হাস্টিংস।
ভিডিওটিতে দেখা যাচ্ছে এই যুবক টি-শার্ট পরতে সাহায্য করেছেন আরো কয়েকজন মানুষ। মিডিয়াম মাপ থেকে শুরু করে যত বড় টি-শার্ট হয়ে থাকে, সবটাই চেষ্টা করেছেন এই যুবক। একদম শেষে তার যখন সব কটা টি-শার্ট পরা শেষ হয়ে গেছে তখন তার গায়ের টি-শার্টের সংখ্যা গোনা হয়।
তারপরই তার হাতে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড পুরস্কার তুলে দেওয়া হয়। এই পুরস্কারের টাকায় সে একটা নতুন করে স্কুলের জন্য খেলার মাঠ তৈরি করতে পারবে।














Amanda Seyfried Describes Socialism as ‘A Gorgeous Idea’ While Discussing New Film