জ্যোতিষ

কী ভাবছেন তো! আজকের দিনটি আপনার কেমন যাবে? জেনে নিন তাড়াতাড়ি!

Advertisement

আজ ১৩ ই অগাস্ট মঙ্গলবার, জোতিষ শাস্ত্রের মতে রাশি অনুযায়ি প্রত্যেক ব্যক্তির এক একটি দিন এক এক রকম হয়। আজকের দিনটি কোন রাশির ব্যক্তিদের ক্ষেত্রে খুবই শুভ আর কোন রাশির ব্যক্তিদের ক্ষেত্রে খুবই অশুভ তা জেনে নিন।

মেষরাশি: দাম্পত্য জীবনে কলহ সৃষ্টি।

বৃষরাশি: ভ্রমণে আনন্দ প্রাপ্তি।

মিথুনরাশি: উপার্জন বৃদ্ধি পাবে।

কর্কটরাশি: অস্থিরতায় ক্ষতি সম্ভাবনা রয়েছে।

সিংহরাশি: সাহিত্যিকদের সম্মান বৃদ্ধি পাবে।

কন্যারাশি: দায়িত্ব বেড়ে যাবে।

তুলারাশি: সমস্যা সমাধানের উপায় খুঁজে পাবে।

বৃশ্চিকরাশি: মামলায় জড়িত হওয়ার সম্ভাবনা।

ধনুরাশি: মনে কষ্ট পাবে।

মকররাশি: অম্ল-রোগে ভুগতে হতে পারে।

কুম্ভরাশি: মঙ্গলানুষ্ঠানে ব্যস্ত হয়ে পড়বেন।

মীনরাশি:অর্থ আগমনে বিলম্ব হবে।

Related Articles

Back to top button