Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

আজ ১৪ ই সেপ্টম্বর জানুন আজকের রাশিফল

Updated :  Monday, September 14, 2020 5:32 AM

সুপ্রভাত। দেখে নেওয়া যাক আজকে কোন রাশির মানুষের ভাগ্যে কী ঘটতে পারে।

মেষ– আজ অকারণ উত্তেজিত হয়ে নিজের ক্ষতি করবেন না। একাধিক উপায়ে আয়ের সুযোগ রয়েছে হাতে।

বৃষ– স্নায়বিক সমস্যা দেখা দিতে পারে, প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নিন। আর্থিক সংক্রান্ত কোনো গুরুত্বপূর্ণ কাজ আজ বাদ রাখুন।

মিথুন– কোনো বাধা পড়লে বা ঝুঁকির কাজ হলে থমকে যাবেন না, কারণ সেটা টপকালেই আপনি পাবেন সাফল্য।

কর্কট– মন খারাপ বা মনে দুঃখ এলে একটু বেড়িয়ে আসুন অথবা পরিবার বন্ধুদের সঙ্গে সময় কাটান। তবে আজ জিনিসপত্র ও অর্থ সাবধানে রাখবেন, অন্যথা চুরি যাওয়ার সম্ভাবনা।

সিংহ– কোনো জটিল সমস্যার সমাধান হয়ে যাওয়ার সম্ভাবনা। আজ অবসর পেতে পারেন, সেই সময়টা পরিবারের জন্য দিন।

কন্যা– কর্মক্ষেত্রে বা বাড়িতে কোনোরকম মতভেদ হতে পারে, তবে তা এড়িয়ে নিজের মত ব্যস্ত থাকুন। গৃহ নির্মাণ নিয়ে আজ চিন্তা ভাবনা বা পরিকল্পনা করতে পারেন।

তুলা– অপ্রয়োজনীয় চিন্তা ভাবনা ও কল্পনা থেকে বিরত থাকুন, এতে ক্ষতি আপনারই। আজ নাচ ও গানের সঙ্গে যুক্ত ব্যক্তিদের বিশেষ সুনাম হওয়ার সম্ভাবনা।

বৃশ্চিক– কোনো ব্যবসা শুরু করার জন্য আজ পরিকল্পনা করুন। বিশেষ কোনো কারণে সামাজিক প্রতিপত্তি বাড়বে।

ধনু– কোনো কারণে শারীরিক অসুস্থতা হতে পারে, নিজের যত্ন নিন। আবেগকে নিয়ন্ত্রণে রেখে কথা বলুন ও ভাবুন। কোনো দীর্ঘকালীন আর্থিক স্কীম আজ করতে যাবেন না।

মকর– মানসিক খুশি আজ আপনার স্বাস্থ্য ভালো রাখবে। চাকরির জন্য ভালো সুযোগ আসতে পারে।

কুম্ভ– কারোর সাহায্যের জন্য আপনি এগিয়ে আসতে পারেন। আবার আজ আপনারও কারোর থেকে বিশেষ কোনো সাহায্য লাভের সম্ভাবনা রয়েছে।

মীন–মা বাবার প্রতি কোনোভাবে অবহেলা দেখবেন না, এতে আপনার ভবিষ্যতে ক্ষতি হতে পারে। আজ দিনটা বিশেষ সতর্ক থাকুন, কোনোরকম বিপদের সম্ভাবনা থেকে দূরে রাখুন নিজেকে।