Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

মনে খুশি, মৃত্যুর আগে একাই ঝিল ভ্রমণ উপভোগ করছেন সুশান্ত, ভাইরাল ভিডিও

Updated :  Tuesday, September 15, 2020 10:21 AM

মৃত্যুর তিন মাস অতিক্রান্ত করলেন সুশান্ত সিং রাজপুত। এখনো তাঁকে নিয়ে উৎসাহে পড়ে নি ভাঁটা। একদিকে এনসিবি মাদক যোগ নিয়ে মামলা এগিয়ে নেওয়ার পাশাপাশি সাধারণ নেটিজেনরা এখনো মজে প্রিয় অভিনেতার বিভিন্ন স্মৃতিমেদুর ভিডিও ক্লিপ্স ও ছবি নিয়ে।

গত তিন মাস ধরেই একের পর এক অপ্রকাশিত পোস্ট ভাইরাল হয়েছে সুশান্তের। প্রকাশিত হয়েছে অভিনেতার বহুমুখী প্রতিভার বিভিন্ন দিক। মানুষ আরো আঁকড়ে ধরেছে তাঁর স্মৃতিকে।

মৃত্যুর তিনমাস অতিক্রান্ত হওয়ার মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হল সুশান্তের আরো একটি সুন্দর মুহূর্তের ভিডিও ক্লিপ। একটি মোটরবোটে সুশান্তকে ঝিল ভ্রমণ করতে দেখা যাচ্ছে। মনোরম পরিবেশের মুহূর্তগুলিকে যে তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করছেন অভিনেতা, তা তাঁর মুখের খুশি ও তৃপ্তির চিহ্নেই স্পষ্ট। ক্লিপটির ব্যাকগ্রাউন্ডে অনবদ্য আবেগ ফুটিয়ে তুলেছে অরিজিৎ সিংয়ের ‘তু মেরা হামদর্দ হ্যে’ গানটি। মুহূর্তেই ভিডিও ক্লিপটি জিতে নিয়েছে নেটিজেনদের মন।