শ্রেয়া চ্যাটার্জী- মাত্র ২৩ বছর বয়সেই বিয়ের পরে জানতে পারেন তিনি আর কোনদিন মা হতে পারবেন না। মা হওয়ার স্বপ্ন ভেঙে চুরমার হয়ে যায়। ঘটনাটি ঘটে বিশ্বের বিখ্যাত ধনী পরিবারের বউ নীতা আম্বানির সঙ্গে। ১৯৮৫ সালে তিনি বিবাহসূত্রে আবদ্ধ হন মুকেশ আম্বানির সঙ্গে। নীতা এমন সময় পাশে পেয়েছিলেন তার পরিবার এবং তার স্বামী মুকেশ আম্বানিকে।
অবশেষে তারা সিদ্ধান্ত নেন আই ভি এফ পদ্ধতির মাধ্যমে সন্তানের জন্ম দেবেন। এরপর থেকেই চলতে থাকে নীতার জীবনে কঠিন লড়াই। বিয়ের সাত বছর পরে কঠিন লড়াই করে অন্তঃসত্ত্বা হতে পারেন নীতা। এত কষ্টের পরেই বাড়তি পাওনা যখন তারা জানতে পারেন তার গর্ভে যমজ সন্তান বেড়ে উঠছে।
১৯৯১ সালে ঈশা ও আকাশ, জমজ সন্তানের জন্মদান নীতা। তারা দু’জনেই ছিল প্রিম্যাচিউর বেবি। জন্মের সময় এর ঠিক দুই মাস আগেই তাদের জন্ম হয়। প্রচন্ড যত্নে, চিকিৎসকের পরামর্শে ছিলেন নীতা।














