দেশনিউজ

করোনা, লকডাউন পরিস্থিতিতেও ধনী পরিবারের তালিকার শীর্ষে মুকেশ আম্বানির পরিবার

Advertisement

নয়াদিল্লি: দেশ তথা বিশ্ব জুড়ে এখনও চলছে করণা মহামারীর দাপট। দীর্ঘ বেশ কয়েক মাস দেশে চলেছে লকডাউন। ব্যবসা, বাণিজ্য, চাকরি, শেয়ারবাজার সবকিছুই যেন স্তব্ধ হয়ে গিয়েছিল। কিন্তু তাও এই লকডাউনের মধ্যেও ঘন্টায় কোটি কোটি টাকা আয় হয়েছে মুকেশ আম্বানির পরিবারের। আর তাই পৃথিবীর ধনীতম পরিবারের তালিকায় শীর্ষস্থান অধিকার করেছে এই আম্বানি পরিবার।

সম্প্রতি ব্লুমবার্গ ২০টি ধনী পরিবারের একটি তালিকা প্রকাশ করেছে। সেখানেই শীর্ষস্থানে রয়েছে মুকেশ আম্বানির পরিবার। ব্লুমবার্গ জানিয়েছে, প্রথম প্রজন্মের সম্পদের পরিমাণ বাদ দিয়েই এই তালিকা করা হয়েছে। কিন্তু তারপরেও শীর্ষস্থানে রয়েছে মুকেশ আম্বানির পরিবার। এমনকি দ্বিতীয় স্থানে থাকা হংকংয়ের কোয়ক পরিবারের সম্পদের পরিমাণের দ্বিগুণ পরিমাণ এসে ঠেকেছে মুকেশ আম্বানির পরিবারে। কার্যত প্রথম ও দ্বিতীয় স্থানাধিকারী পরিবারের সম্পদের পরিমাণের মধ্যে আকাশ-পাতাল পার্থক্য রয়েছে। মুকেশ আম্বানির পরিবারের মোট সম্পত্তির পরিমাণ দাঁড়িয়েছে ৭৬ মিলিয়ান মার্কিন ডলারে।

লকডাউনে যখন অন্য শিল্প সংস্থায় তালা ঝোলার উপক্রম তৈরি হয়েছিল, এমনকি বিশ্ব অর্থনীতি কার্যত মুখ থুবড়ে পড়েছে, এমন সময়ে রিলায়েন্সের বাজার চড়চড় করে বাড়াচ্ছে। কার্যত দাপিয়ে বেড়িয়েছে রিলায়েন্স। যার ফলে ব্লুমবার্গের প্রকাশিত এই ধনী পরিবারের তালিকায় শীর্ষে উঠে এসেছে মুকেশ আম্বানির পরিবার।

Related Articles

Back to top button