Today Trending Newsনিউজরাজ্য

এক নজিরবিহীন ইতিহাসের সাক্ষী থাকল বাংলা! প্রথম মহিলা হিসেবে পশ্চিমবঙ্গে বাজেট পেশ করছেন মমতা

Advertisement

কলকাতা: পশ্চিমবঙ্গে (Westbengal) প্রথম কোনও মহিলা হিসাবে আজ, শুক্রবার (Friday)  বিধানসভায় বাজেট (Budget) পেশ করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। প্রায় ২০ বছর পর বাজেট পেশ করছেন তিনি। এর আগে ২০০১ সালে সংসদে রেলমন্ত্রী (Rail Minister) হিসাবে বাজেট পেশ করেছিলেন তিনি।  সেই সময়েও রেকর্ড করেছিলেন তিনি। প্রথম কোনও মহিলা রেলমন্ত্রী হিসাবে বাজেট পেশ করেছিলেন। সেই সঙ্গে দ্বিতীয় কোনও মহিলা হিসাবে বাজেট পেশ করেছিলেন। সংসদে প্রথম মহিলা হিসাবে বাজেট পেশ করেছিলেন শ্রীমতি ইন্দিরা গান্ধী (Indira Gandhi) অর্থমন্ত্রী হিসাবে।

প্রোটোকল অনুযায়ী, কেন্দ্র ও রাজ্যের ক্ষেত্রে বাজেট পেশ সাধারণত অর্থমন্ত্রীরাই করে থাকেন। তবে বাংলায় এবার তা হচ্ছে না। বাংলার অর্থমন্ত্রী অমিত মিত্র অসুস্থ হওয়ায় এবার বাজেট পেশ করতে পারছেন না। তাঁর বদলে বাজেট পেশ করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ফলে প্রায় ২০ বছর পরে ফের একবার আজ বাজেট পেশ করছেন মমতা।

আজ বাজেট পেশের সময়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যা নয়া কিছু ঘোষণা করেন কিনা, সেদিকেও তাকিয়ে সকলে। আর সম্ভবত ৩ মাসের মধ্যে রাজ্য বিধানসভা নির্বাচন। ফলে এই সময়ে রাজ্য সরকারের যে কোনও ঘোষণা অনেক গুরুত্বপূর্ণ হতে পারে মত ওয়াকিবহাল মহলের।

Related Articles

Back to top button