সুপারস্টারদের স্টারডম অনেকাংশে নির্ভরশীল হয়ে গেছে ওয়েব দুনিয়ার উপর। টলিউড ইন্ডাস্ট্রির তারকা প্রসেনজিৎ চ্যাটার্জি (Prasenjit chatterjee)-ও এর ব্যতিক্রম নন। এবার তিনি ওয়েব সিরিজে ডেবিউ করতে চলেছেন।
তবে প্রসেনজিৎ নিজের স্টারডমের কথা মাথায় রেখে বিগ বাজেটের ওয়েব সিরিজের মাধ্যমে ডেবিউ করতে চলেছেন ওয়েব দুনিয়ায়। প্রসেনজিৎ অভিনীত ওয়েব সিরিজটি নির্মিত হবে বলিউড ইন্ডাস্ট্রিতে। এই ওয়েব সিরিজে প্রসেনজিৎ-এর বিপরীতে অভিনয় করবেন অদিতি রাও হায়দারি (Aditi Rao haydari)। প্রসেনজিৎ-এর চরিত্রটি যথেষ্ট গুরুত্বপূর্ণ বলে জানা গেছে।
ওয়েব সিরিজটির চিত্রনাট্য মূলতঃ তৈরী হচ্ছে স্বাধীনতা-পূর্ব যুগে ভারতে তৈরী প্রোডাকশন হাউজ ‘বম্বে টকীজ’-এর কাহিনী নিয়ে। হিমাংশু রাই (Himangshu Rai) ও দেবিকা রানী (Devika Rani) র ‘বম্বে টকীজ’ ঘুরিয়ে দিয়েছিল ভারতীয় সিনেমার ভাগ্য। তৈরী হয়েছিল সিনেমার স্বর্ণযুগ। হিমাংশু রাই-এর চরিত্রে সম্ভবত প্রসেনজিৎ অভিনয় করবেন। চরিত্রটি সম্পর্কে প্রসেনজিৎ যথেষ্ট আশাবাদী।
এই সব কিছুর মাঝেই হঠাৎই প্রসেনজিৎ উস্কে দিলেন পঁচিশ বছর আগের নস্টালজিক মুহূর্ত। তিনি সোশ্যাল মিডিয়ায় তাঁর ও রানী মুখার্জী (Rani mukherjee)-র একটি রোম্যান্টিক ভিডিও ক্লিপ শেয়ার করেছেন। ভিডিওতে ‘মন আমার এক নতুন মস্তানী শিখেছে’ গানের সঙ্গে রানী ও প্রসেনজিৎ-কে অভিনয় করতে দেখা যাচ্ছে। ভিডিও শেয়ার করে ক্যাপশন দিয়ে প্রসেনজিৎ লিখেছেন, রানী মুখার্জির ডেবিউ ফিল্ম ‘বিয়ের ফুল’-এর পুরানো স্মৃতি। রানী সম্পর্কে প্রসেনজিৎ-এর প্রথমা স্ত্রী দেবশ্রী রায় (Debashree Roy)-এর দিদির মেয়ে। 1996 সালে মুক্তিপ্রাপ্ত বাংলা ফিল্ম ‘বিয়ের ফুল’ ফিল্মটি ছিল রানীর হোম প্রোডাকশনের ফিল্ম। এই ফিল্মের প্রযোজক ছিলেন রানীর দাদা রাজা মুখার্জি (Raja mukherjee) এবং পরিচালক ছিলেন রানীর বাবা রাম মুখার্জি (Ram mukherjee)। ‘বিয়ের ফুল’-এর প্রি-প্রোডাকশনের সময় প্রসেনজিৎ ও দেবশ্রীর বিবাহ বিচ্ছেদ হয়ে যায়। ফলে রাম মুখার্জি ভেবেছিলেন, হয়তো প্রসেনজিৎ এই ফিল্মে কাজ করবেন না। কিন্তু প্রসেনজিৎ পার্সোনাল লাইফ ও প্রফেশনাল লাইফকে গুলিয়ে ফেলেননি। ফলে ‘বিয়ের ফুল ফিল্মে তিনি অভিনয় করেছিলেন। এমনকি রানীও তাঁর সম্পর্কিত মেসোমশাই প্রসেনজিৎ-এর সঙ্গে রোম্যান্টিক দৃশ্যে অত্যন্ত সাবলীল অভিনয় করেছিলেন। এই ফিল্মের সঙ্গীত পরিচালক ছিলেন পুলক বন্দ্যোপাধ্যায় (pulak bandyopadhyay)। ‘বিয়ের ফুল’ বক্স অফিসে সুপারহিট হওয়ার সাথে সাথে সেই সময়ের বিগ মিউজিক্যাল হিটও ছিল।