আজ ২০ই সেপ্টেম্বর (৩রা আশ্বিন) সোমবার, রাশি অনুযায়ী জেনে নিন!
মেষ (ARIES): আজ দিনটি বেশ শুভ। জ্ঞানী গুণী ব্যক্তিদের সুপরামর্শ আপনার জীবনে বিশেষ সহায়তা এনে দিতে পারে। গুনীজনদের কথা মেনে কাজ করার চেষ্টা করুন।
বৃষ (TAURUS):আজ আপনার অফিসে প্রমোশন হতে পারে। ব্যবসায়ে উন্নতি হতে পারে। আজ আপনার উপার্জন বাড়তে পারে। মন দিয়ে কাজ করুন। আজ দিনটি বেশ ভালোই যাবে।
মিথুন (GEMINI): আজ আপনি বাডিতে হঠাৎ কোনো বড় বিপদের সম্মুখীন হতে পারেন। চোখ কান খোলা রেখে কাজ করুন। নিজের প্রতি যত্নশীল হন। দিনটি খুব একটা ভালো যাবেনা।
কর্কট (CANCER): আজ আপনি বাতের ব্যথায় কষ্ট পাওয়ার সম্ভাবনা আছে। প্রতিদিন সকালে হাঁটতে বেরোন। বাতের ব্যথার জন্য ভালো কোথাও চিকিৎসা করান।
সিংহ (LEO):আজ আপনার ন্যর্যপ্রাপ্তিতে কোনো বাধা আসতে পারবেনা। বঞ্চিত নিজের জিনিস থেকে বাদ হওয়া। মন শক্ত করুন। মাথা ঠান্ডা রেখে কাজ করুন।
কন্যা (VIRGO): আজ আপনি বুঝে শুনে কাজ কর্ম করুন। কোনো জিনিস অপচয় হওয়ার সম্ভাবনা আছে৷ মাপ মাফিক কাজ করুন। দিনটি খুব একটা ভালো যাবেনা।
তুলা (LIBRA): আজ আপনার স্ত্রীর সাথে দাম্পত্য কলোহ লেগেই থাকবে। নিজের মাথা ঠান্ডা রাখুন। নিজে থেকে স্ত্রীর সাথে সব ঝগড়া ঝামেলা মিটিয়ে নিন। বেশি ঝগড়াতে ক্ষতি বেশি হতে পারে।
বৃশ্চিক (SCORPIO): আজ শিল্পীদের জন্য দিনটি বেশ শুভ। নাচ গান আঁকার জন্য বেশ নাম ডাক হতে পারে।নিজের কলানুশীলনের জন্য প্রশংসা পেতে পারেন। মন দিয়ে কাজ করুন।
ধনু (SAGITTARIUS): আজ আপনার দিনটি ভালো-খারাপ সব মিলিয়ে কাটবে। মন্দ অভিজ্ঞতার শিকার হলে সহজে ভেঙ্গে পড়বেন না। মনে সাহস রাখুন।
মকর (CAPRICORN): আজ আপনার বাড়িতে প্রিয়জনের সমাগম ঘটতে পারে। সকল আত্মীয়দের প্রতি যত্নশীল হন। আত্মীয় পরিজনের সাথে হাসি মজাতে দিনটি বেশ ভালোই কাটবে।
কুম্ভ (AQUARIUS): আজ আপনার দিনটি খুব একটা সুখকর নয়। আজ ধননাশ হওয়ার প্রবল সম্ভাবনা আছে। লটারি, বাজি, জুয়াখেলা থেকে নিজেকে বিরত রাখুন।
মীন (PISCES): আজ আপনার যানবাহনে বিপদের সম্ভাবনা আছে। আজ আপনি রাস্তায় চোখ কান খোলা রেখে কাজ করুন। নিজের প্রতি যত্নশীল হন। দিনটি খুব একটা ভালো যাবেনা।














Florence Pugh Speaks Out on Zach Braff’s “Unfair” Treatment Over Their 21-Year Age Difference