আজ ৩১ শে অগাস্ট শনিবার, জোতিষ শাস্ত্রের মতে রাশি অনুযায়ি প্রত্যেক ব্যক্তির এক একটি দিন এক এক রকম হয়। আজকের দিনটি কোন রাশির ব্যক্তিদের ক্ষেত্রে খুবই শুভ আর কোন রাশির ব্যক্তিদের ক্ষেত্রে খুবই অশুভ তা জেনে নিন-
মেষরাশি: আজ কার্যসিদ্ধি হবে।
বৃষ: প্রসন্নতা লাভ করবেন।
মিথুনরাশি: আপনার মেধার বিকাশ পাবে।
কর্কটরাশি: পরোপকারের প্রবণতা বেড়ে যাবে।
সিংহরাশি: পদমর্যাদা লাভ করবেন।
কন্যারাশি: সত্য কথা বলায় ক্ষতি হতে পারে।
তুলারাশি: শিক্ষা ক্ষেত্রে বাধার সৃষ্টি হতে পারে।
বৃশ্চিকরাশি: আজ আয় বৃদ্ধি হবে।
ধনুরাশি: চিকিৎসায় আরোগ্য।
মকররাশি: বাতের ব্যথায় ভুগতে পারেন।
কুম্ভ: মানসিক আঘাত পেতে পারেন।
মিন: স্বার্থত্যাগ।