Thakur jamai: ‘ঠাকুর জামাই এল বাড়িতে’, নতুন গানে নেচে হইচই ফেলে দিলেন স্বস্তিকা! রইলো ভিডিও
বলিউড থেকে টলিউড এখন বিনোদন নতুন নতুন গানের মিউজিক ভিডিও বানানোটা বেশ ট্রেন্ডিং হয়ে উঠেছে। বিশেষ করে পুরোনো গানের রিমিক্স তৈরি করাটা । এর আগে সিনেমায় পুরনো ছবির গানের রিমিক্স ব্যবহার করা হত। কিন্তু এখন শুধু মাত্র মিউজিক অ্যালবামের জন্য তৈরি হয়ে যাচ্ছে হিট হিট রিমিক্স গান। এবার টলিউড ও পুজোর পর দর্শকদের ধামাকাদার হিট দিল।
বাংলার অতি জনপ্রিয় ফোক গান হল ‘ঠাকুর জামাই এল বাড়িতে।’এই গানটি শিল্পী স্বপন চক্রবর্তীর কণ্ঠে সারা বাংলায় প্রচলিত। আর সেই গান থেকেই উৎসাহিত হয়ে তৈরি হল এবার ‘ও ননদী আর দু’মুঠো চাল ফেলে দে হাড়িতে, ঠাকুর জামাই এল বাড়িতে।” শুধু বাংলা না এবার এই গানের সঙ্গে যোগ করা হল হিন্দি ও ইংলিশ র্যাপ। দুটি সংস্কৃতি আর সম্পূর্ণ ভিন্ন সুরে আর ছন্দে গাঁথা হল এই গান। লোকশিল্পের দুটো ভিন্ন ধারা মিলে গিয়েছে এই ঠাকুর জামাই গানে।
জেএস ইভেন্টসের নতুন মিউজিক ভিডিও – ‘ঠাকুর জামাই’। এই ভিডিয়োটি পুরো পরিকল্পনা এবং পরিচালনার দায়িত্বে ছিলেন জোনাই সিংয়। আর এই গানে ছিল অসাধারণ কোরিওগ্রাফির। পুরো গানটিতে কোরিওগ্রাফি করেছেন সকলের প্রিয় সুদর্শন চক্রবর্তী। এই গানটি গেয়েছেন হৃতি টিকাদার আর সঙ্গী ছিলেন সোহম ও সোমও। এই গানটিতে অভিনয় করেছেন টলিউডের জনপ্রিয় নায়িকা স্বস্তিকা দত্ত।
ওয়েস্টার্ন ও বাংলা দুই ছন্দে তাল মিলিয়ে দারুণ ভাবে ফুটিয়ে তুলেছেন অভিনেত্রী। ইতিমধ্যে এই গানটি ইউটিউবেও শেয়ার করা হয়েছে। স্বস্তিকা নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে শেয়ার করে সকল অনুগামীদের থেকে জানতে চেয়েছেন, সকলের গানটি কেমন লেগেছে। এই গানে স্বস্তিকার সঙ্গে তাল মিলিয়েছে স্যান্ডি রং। এই গানটি সোশ্যাল মিডিয়ায় আসার পর থেকেই রীতিমতো হইচই শুরু হয়ে গিয়েছে। অনেকেই নতুন গানের ভার্সনটি পছন্দ করেছেন। একদিনের মধ্যে ৩৫ হাজার হাজার মানুষ গানটি দেখে ফেলেছেন। বহু মানুষ এই গানের প্রশংসা করেছেন।
উল্লেখ্য,বিগত কয়েক মাস আগেই সোশ্যাল মিডিয়া সহ বলিউডে তুমুল ঝড় হয়েছিল ‘গেন্দা ফুল’ গানটি। বাদশার কম্পোজিশন সঙ্গে জ্যাকলিনের নাচ। এই গানে আট থেকে আশি সকলেই মজেছিল। তবে এই গানে বেশ কিছু ঝামেলাও হয়েছিল। বাদশা নিজের গানে ক্রেডিট দিতে ভুলে গিয়েছিলেন গানটির আসল স্রষ্ট রতন কাহারকে। যদিও পরে বাদশা নিজের ভুল বুঝতে পেরে রতন কাহারের সঙ্গে কথা বলেন। এবং তাঁর নাম অ্যালবামে যোগ করেন। এবং আর্থিক বিষয় নিয়েও এই গায়ক সব সমস্যার সমাধান করে ফেলেন। ‘গেন্দা ফুল’ এর মতো ঠাকুর জামাই বেশ হিট।