ভারত বার্তা ডিজিটাল ডেস্ক, সোমনাথ বিশ্বাস : মা হওয়া সকল নারীর কাছেই এক পরম সৌভাগ্যের ব্যাপার। সৃষ্টি কর্তা কোনো কোনো নারীর আবার যমজ সন্তান লাভের সৌভাগ্য দান করে থাকেন। কিন্তু এই যমজ সন্তানের ব্যাপারে কিন্তু বেশ কিছু চমকপ্রদ তথ্য আছে। জেনে নিন তেমনই কিছু অজানা চমকপ্রদ তথ্য।
যেসকল নারীরা একটু বেশি লম্বা তাদের যমজ সন্তান হওয়ার সম্ভাবনা বেশি থাকে। আইজিএফ প্রোটিন লম্বা নারীদের দেহে বেশি থাকে যা যমজ সন্তান হতে সাহায্য করে। গবেষণা বলছে যে সব নারীরা দুগ্ধজাত দ্রব্য বেশি খেয়ে থাকেন, তাদের যমজ সন্তান হওয়ার প্রবল সম্ভাবনা থাকে। যেসকল নারীদের যমজ সন্তান হয় তারা অন্যদের তুলনায় একটু বেশিদিনই বাঁচে।
একটি সমীক্ষায় দেখা গেছে যে, বিশ্বের ৪০% শতাংশ যমজ সন্তানের জন্মই হয় আফ্রিকাতে। আর একটি অবাক করা তথ্য হলো, প্রায় ২২% যমজ সন্তানেরা বাঁ-হাতি হয়। অনেক বিজ্ঞানীদের মতে যমজ সন্তানরা নিজেদের মধ্যে একটি বিশেষ ভাষাতে কথা বলে, যা একমাত্র তারাই বুঝতে পারে। যমজ সন্তানদের হাতের ছাপ একেবারেই আলাদা হয়।তাদের জিনের বৈচিত্র এক হলেও, হাতের ছাপ আলাদা হয়।