ভাইরাল & ভিডিও

বিশ্ববিদ্যালয়ের মধ্যেই জমিয়ে নাচ করলেন সিকিউরিটি গার্ড, প্রশংসায় পঞ্চমুখ সাইবারবাসী! ভাইরাল ভিডিও

Advertisement

বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়ায় আসক্ত সকলে। ফেসবুক থেকে ইউটিউব কিংবা হোয়াটস অ্যাপ থেকে ইন্সটাগ্রাম রিল কোথাও মানুষের বিনোদনের অভাব হয়না। সকাল থেকে রাত মানুষকে পুরো দমে এন্টারটেইন করতে সোশ্যাল মিডিয়ায় হাজির থাকে কত না কত জিনিস। সোশ্যাল মিডিয়ার যুগে আজকাল কত ছোট ঘটনা এক নিমেষে ভাইরাল হয়। বিশ্বের নানান প্রান্ত থেকে নানান প্রতিভা যেমন এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে উঠে আসে আমাদের সামনে। তেমনই নানান অবিশ্বাস্যকর খবরও আমরা জানতে পারি এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই।

আজকাল ফেসবুক, ইনস্টাগ্রাম ও ট্যুইটারের দৌলতে আমরা অনেক ছোট ঘটনা সামনে আসতে দেখেছি। যারা নিজের প্রতিভা চারপাশের মানুষের কাছে তুলতে পারেননা তারা নিজের ফোনে একটা ভিডিও পোস্ট করে সারা দুনিয়ার কাছে নিজের প্রতিভার জন্য কদর পাচ্ছে। সম্প্রতি তানজানিয়ার হিন্দি না জানা দুই ছেলে মেয়ে দারুণ লিপ দিয়ে রিল ভিডিও বানিয়ে সারা ভারতবাসীর কাছে খুব প্রিয় হয়ে উঠেছেন। আবার কখনও রানু মণ্ডল কিংবা বাদাম কাকুরা নিজেদের গান গেয়ে ভাইরাল হচ্ছেন। তাঁদের গান বা প্রতিভা হয়ত লুকিয়েই থেকে যেত। এভাবেই মরে যেতে হত যদি না সোশ্যাল মিডিয়া থাকরো। কিন্তু যুগ বদলেছে।

এদের মতো আরো এক প্রতিভা সামনে এল। এবার দিল্লির জে এন ইউ অর্থাৎ জহরলাল নেহরু ইউনিভার্সিটির এক সিকিউরিটি গার্ড নিজের নাচ দিয়ে সহজেই নেট দুনিয়াতে ভাইরাল হলেন। সম্প্রতি ট্যুইটারে একটি নাচের ভিডিও পোস্ট হয়েছে৷ সেখানে দেখা যাচ্ছে দিল্লির জহরলাল নেহরু ইউনিভার্সিটির সিকিউরিটি গার্ড ‘জুলি’ গানে নিজের মতো করে জমিয়ে নাচছেন। আর তা দেখে মুগ্ধ হয়ে গিয়েছেন নেটিজেনরা। JNU Round Table নামের একটি পেজ থেকে প্রথম এই নাচের ভিডিওটি শেয়ার করা হয়। তারপর এখন এই গার্ড কাকু সোশ্যাল মিডিয়ার নতুন সেনসেশন তিনি।

দেড় মিনিটের এই নাচের ভিডিও মাথা খারাপ করে দিয়েছে সকল নেটি নাগরিকদের। ‘জুলি জুলি’ গানে দারুণ নেচেছেন ওই ইউনিভার্সিটির গার্ড। ট্যুইটারে তএই ভিডিও যিনি শেয়ার করেছেন তিনি লিখেছেন, “কোনও মানুষ কোন পজিশনে কাজ করে সেটা বড় নয়, তা প্রমাণ করেছেন এই ব্যক্তি।” কেউ লিখেছেন, ” এই ব্যক্তি বড় পুরস্কার দাবি করেন।” আবার কেউ লিখেছেন, ” বয়স একটা সংখ্যা মাত্র। তা প্রমাণ করেছেন এই গার্ড।” আপাতত ট্যুইটারের হট ভাইরাল এখন এই নাচ। অনেকের মত এই ব্যক্তিকে ডান্স শোতে পাঠানো হোক। বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা এই ভিডিও চলাকালীন দারুণ উৎসাহ দিয়েছেন তাঁদের প্রিয় গার্ড কাকুকে। সকলে সমানে তাঁর নাচের সময় হাতে তালি দিয়ে গিয়েছেন। এই ছাত্ররাই প্রকাশ করেছেন ভিডিওটি। বিশ্ববিদ্যালয়ের ঘরেই এই নাচের পর্ব চলছিল। নেটনাগরিকরা প্রশংসায় পঞ্চমুখ।

Related Articles

Back to top button