আজকের দিনে (৪ ঠা সেপ্টেম্বর)

1) 1825 সালে আজকের দিনে ভারতের গ্রান্ড ওল্ড ম্যান দাদাভাই নওরোজি মুম্বাইয়ের এক বিশিষ্ট পরিবারে জন্মগ্রহণ করেন। 2) 1951 সালে সান ফ্রান্সিস্কো থেকে রাষ্ট্রপতি হ্যারি এস ট্রুম্যান এর ভাষণটি দেশজুড়ে…

Avatar

1) 1825 সালে আজকের দিনে ভারতের গ্রান্ড ওল্ড ম্যান দাদাভাই নওরোজি মুম্বাইয়ের এক বিশিষ্ট পরিবারে জন্মগ্রহণ করেন।
2) 1951 সালে সান ফ্রান্সিস্কো থেকে রাষ্ট্রপতি হ্যারি এস ট্রুম্যান এর ভাষণটি দেশজুড়ে প্রচারিত হয় আজকের দিনে।
3) 1959 সালে শ্রম ও সংস্কার আইন কংগ্রেস যারা পাস আজকের দিনে।
4) 1975 সালে মার্কিন 17 মার্চ স্পিটস মিউনিখে গ্রীষ্মকালীন অলিম্পিকের রেকর্ড সপ্তম স্বর্ণপদক জিতেছিলেন।
5) 1571 খ্রিস্টাব্দে স্কটল্যান্ডে ক্যাথলিক বিদ্রোহ শুরু হয়।

About Author