Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

Relationship Tips: প্রেম ভাঙার চারটি মূল কারণ জেনে নিন

ছোট হোক কিংবা বড় সকলের জীবনে প্রেম আসে। কারোর কারোর আবার একাধিকবার আসে। তবে ঠিকমতো প্রেমের যত্ন করতে না পারার কারণে অনেকসময় ভেঙে যায় অনেক সম্পর্ক। তবে প্রেম ভেঙে যাওয়ার…

Avatar

ছোট হোক কিংবা বড় সকলের জীবনে প্রেম আসে। কারোর কারোর আবার একাধিকবার আসে। তবে ঠিকমতো প্রেমের যত্ন করতে না পারার কারণে অনেকসময় ভেঙে যায় অনেক সম্পর্ক। তবে প্রেম ভেঙে যাওয়ার কারণ ঠিক কি? তা খুঁজে দেখেন না অনেকেই। তবে বলা হয়, মূলত চারটি কারণে বেশিরভাগ সময় ভেঙে যায় প্রেমের সম্পর্ক। আজ সেই চারটি কারণ নিয়েই কথা হবে সকলের সাথে। জেনে নিন কি সেই চারটি কারণ!

১) অপর মানুষকে ছোট চোখে দেখা: যে মানুষটার সাথে সম্পর্কে রয়েছেন তাকে যদি কোনো কারণে, কারণে-অকারণে হেয় জ্ঞান করেন কিংবা ছোট চোখে দেখেন তাহলে দূরত্ব বাড়তে থাকে একে অপরের থেকে। অপর মানুষটিকে তার যোগ্য সম্মান না দেওয়াই সম্পর্ক ভেঙে যাওয়ার অন্যতম কারণ।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

২) লুকানো সম্পর্ক: দীর্ঘদিন কোন মানুষের সাথে সম্পর্কে রয়েছেন, কিন্তু তার পাশাপাশি যদি কারোর লুকানো সম্পর্ক থাকে তাহলে তা সম্পর্ক ভেঙে যাওয়ার অন্যতম কারণ। লুকানো সম্পর্ক সবার প্রথমে বিশ্বাস ভাঙে। যা চট করে আর জোড়া লাগানো সম্ভব হয় না। ভাঙন ধরে দীর্ঘদিনের সম্পর্কে।

৩) সময়ের অভাব: সম্পর্কে থাকাকালীন যদি দুটো মানুষ একে অপরকে পর্যাপ্ত সময় না দেন তাহলে তা সম্পর্ক ভেঙে যাওয়ার অন্যতম কারণ হয়ে দাঁড়াতে পারে। সম্পর্কে সময়ের অভাবে একে অপরের মধ্যে ভুল বোঝাবুঝির সৃষ্টি করে। ঢিলা করে সম্পর্কের বাঁধন। যার জন্য ইতি টানতে হয় অনেকেই।

৪) একে অপরের প্রতি যত্নশীল না হওয়া: যদি সম্পর্কে থাকাকালীন দুটো মানুষ একে অপরের প্রতি যত্নশীল না হন তাহলে সেটা সম্পর্ক ভেঙে যাওয়ার অন্যতম কারণ হয়ে দাঁড়াতে পারে। একে অপরের প্রতি যত্নশীল না হওয়ায় সম্পর্কের বাঁধন ধীরে ধীরে আলগা হতে থাকে। যার জন্য, একটা সময় পর দীর্ঘদিনের সম্পর্কেও ভাঙন ধরে।

আপনারা যদি মনে করেন আপনাদের সম্পর্কে এই চারটি কারণের জন্য কিংবা কোনো একটি বা একাধিক কারণের জন্য ধীরে ধীরে ফাটল ধরেছে তাহলে দেরি না করে শুধরে নিন। যত্নে রাখুন নিজেদের সম্পর্ক গুলোকে। যত্ন করুন একে অপরের মনের। ভালো থাকুন একে অপরের সাথে।

About Author