ভারতবার্তা ডিজিটাল ডেস্ক, প্রিয়া দাস : ইমরান খান যে কিনা পাক প্রধানমন্ত্রী তারই অফিসে নাকি বিদ্যুৎ এর বিল মেটানো হয়নি। আপনি জানলে অবাক হবেন যে তিনি প্রায় কয়েক লক্ষ টাকার বিল জমা দেননি। তাই সেই দেশের বিদ্যুৎ পর্ষদ প্রধানমন্ত্রীর অফিসের বিদ্যুৎ সংযোগ কেটে দিতে বাধ্য হয়েছে।
২৮ শে আগস্ট বুধবার ইসলামাবাদ বিদ্যুৎ বন্টন সংস্থা ইমরান খানের অফিসে নোটিশ পাঠান। পাকিস্তানি মিডিয়ার রিপোর্ট অনুযায়ী এটি জানা গেছে- নোটিশটিতে বলা হয়েছিল যে সময় মতো যদি তিনি বিল না দেন তাহলে তার অফিসের বিদ্যুৎ সংযোগ বিচ্ছেদ করে দেওয়া হবে।
প্রথম মাসে নাকি ৩৫ লক্ষ টাকা মেটানো হয়নি। এবং আস্তে আস্তে সেই টাকা গিয়ে দাঁড়ায় ৪১ লক্ষে। বিদ্যুৎ সংস্থা তাকে বারবার এই টাকার কথা মনে করিয়ে দিয়েছিলেন কিন্তু তার টনক নড়েনি। টাকা মেটানোর জন্য তিনি কোনো পদক্ষেপ নেননি। আর ধৈর্য ধরতে না পেরে ২৮ শে আগস্ট তার অফিস থেকে বিদ্যুৎ সংযোগ বিচ্ছেদ করে দেওয়া হয়।
তবে এই ঘটনার পর ইমরান খানের অফিস বিদ্যুতের বিলটি দিয়েছেন কিনা সে সম্পর্কে কিছু জানা যায়নি। তবে প্রধানমন্ত্রীর ক্ষেত্রে এই ঘটনাটি খুবই লজ্জাজনক।
পাকিস্তানে প্রায়ই লোডশেডিং এর সমস্যা দেখা দেয়। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে সবচেয়ে বেশি লোডশেডিং হয়তো পাকিস্তানেই হয়। অনেক সময় গ্রীষ্মকালেও বিদ্যুৎ ছাড়া কষ্ট করে তাদেরকে জীবন কাটাতে হয়। তীব্র গরমে তাদের কষ্টের শেষ থাকেনা। এমন দেশের প্রধানমন্ত্রীর অফিসের বিদ্যুৎ সংযোগ যদি কেটে দেওয়া হয় তবে তা লজ্জাজনকই বটে।