এ যেন সোনায় সোহাগা। আইপিএলের মেগা আসরের পূর্বে নিজের ব্যর্থ পারফরম্যান্স নিয়ে চিন্তিত ছিলেন হার্দিক পান্ডিয়া। ভারতের জাতীয় দল থেকেও পড়তে হয়েছিল বাদ। অথচ আইপিএলের মেগা আসরে নেতৃত্বে চাপ ঘাড়ে পড়তেই যেন জ্বলে উঠলেন ভারতীয় অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া। ব্যাটে-বলে অনন্য পারফরম্যান্সের সাথে দুর্দান্ত ক্যাপ্টেন্সি, সবদিক থেকেই নিজেকে সেরা প্রমাণ করলেন হার্দিক পান্ডিয়া।
মোটের উপর আইপিএলের মেগা আসরের শুরু থেকে পজেটিভ ছিল হার্দিক পান্ডিয়ার পারফরম্যান্স। ব্যাট হাতে দলের জন্য সর্বাধিক রান এসেছে তার ব্যাট থেকে। ৪৪ গড়ে টুর্নামেন্ট ৪৮৭ রান করেছেন হার্দিক পান্ডিয়া। তাছাড়া বল হাতে ১৫ ম্যাচে ৮ উইকেট দখল করেছেন তিনি। অর্থাৎ ২০২২ আইপিএলের আসরে অলরাউন্ডার হিসেবে ব্যাট-বলের লড়াইয়ে সবার শীর্ষে রয়েছেন হার্দিক পান্ডিয়া।
গতকাল আইপিএলের মেগা ফাইনালে ৮টি পুরস্কারের মধ্যে তিনটি পুরস্কার নিজের নামে লিপিবদ্ধ করেছেন হার্দিক পান্ডিয়া। ম্যান অফ দ্যা ম্যাচ, গেম চেঞ্জার অফ দ্য ফাইনাল ম্যাচ এবং মোস্ট ভ্যালুয়েবল অ্যাসেট অফ দ্য ফাইনাল ম্যাচ নির্বাচিত হয়েছেন হার্দিক পান্ডিয়া। পুরস্কার হিসেবে তিনটি ট্রফিসহ মোট ৭ লক্ষ টাকা হাতে পেয়েছেন হার্দিক পান্ডিয়া।
মেগা ফাইনালে প্রথম ম্যাচেই শিরোপা সহ ম্যাচ সেরা নির্বাচিত হয়ে বিভিন্ন মাধ্যমে প্রশংসিত হচ্ছেন হার্দিক পান্ডিয়া। গতকাল মেগা ফাইনালে টসে জিতে প্রথমে ব্যাট করে ১৩০ রান সংগ্রহ করে রাজস্থান। ১৩১ রানের সহজ লক্ষ্যমাত্রা নিয়ে খেলতে নেমে ১১ বল বাকি থাকতে ৭ উইকেটে ম্যাচে জিতে নেয় গুজরাট টাইটান্স।