Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

ডুমুরজলায় জাতীয় সংগীত ‘ভুল’ গেয়েছেন বিজেপির নেতারা, ক্ষমা চাওয়ার দাবি অভিষেকের

Updated :  Sunday, January 31, 2021 10:20 PM

মঞ্চে ছিলেন কমপক্ষে দুই জন কেন্দ্রীয় মন্ত্রী। ছিলেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী, কৈলাস বিজয়বর্গীয়রাও। ডুমুরজলায় গেরুয়া শিবিরের সেই মঞ্চ থেকেই গেরুয়া শিবিরের নেতাদের জাতীয় সংগীত ‘ভুল’ গেয়েছেন বলে অভিযোগ তোলেন শাসক শিবির। সেই কারণে বিজেপিকে কটাক্ষ করতে ছাড়েননি ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়।

টুইটারে সেই ভিডিও পোস্ট করে শাসক শিবিরের সাংসদ এবং তৃণমূলের যুব সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় লেখেন,”যারা সব দেশ ভক্তি নিয়ে এবং জাতীয়তাবাদ নিয়ে জ্ঞান দেন, তারাই ঠিক ভাবে আমাদের জাতীয় সঙ্গীত গাইতেও পারেন না। এটা সেই দল, যারা ভারতের সম্মান এবং গর্ব বজায় রাখার দাবি করে। এটা খুবই লজ্জাজনক। এই দেশবিরোধী কাজের জন্য কি নরেন্দ্র মোদী, অমিত শাহ এবং বিজেপির নেতারা ক্ষমা চাইবেন?” সাথে ‘জাতীয় সংগীতের অবমাননা করছে বিজেপি’ এই ট্যাগটি অভিষেক বন্দ্যোপাধ্যায় ব্যবহারও করেন তার টুইটে।

রবিবার হাওড়ার ডুমুরজলায় বিজেপির সভা ছিল। সেখানে ভার্চুয়ালি ভাষণ দেন কেন্দ্রীয় মন্ত্রী অমিত শাহ (Amit Shah)। এসেছিলেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি, দেবশ্রী চৌধুরী, রাজ্যে বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয়, বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষরা। গেরুয়া শিবিরে যোগদানের পর প্রথম জনসভায় ছিলেন রাজীব বন্দ্যোপাধ্যায়, বৈশালী ডালমিয়ারাও। সেই সভা থেকে বিজেপি নেতাদের জাতীয় সংগীত গাওয়ার ভিডিও টুইট করেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। সেই ভিডিয়োয় জাতীয় সংগীতের প্রথমের দিকের কিছুটা অংশ শোনা যায়নি। ভিডিয়োয় জাতীয় সংগীতের শেষ স্তোত্রের শুরুতে ‘জনগণ মঙ্গলদায়ক’-এর পরিবর্তে ‘জন গণ মন অধিনায়ক’ গাইতে শোনা যায়। আর তা নিয়েই সরব হয়েছে তৃণমূল। অভিষেকের সাথে টুইটে গেরুয়া শিবিরকে ‘টুরিস্ট গ্যাং’ লিখে কটাক্ষ করেন সাংসদ ডেরেক ও ব্র্যায়েন। শাসক শিবিরের পক্ষ থেকে বিজেপির দিকে একের পর টুইটের মাধ্যমে তোপ দাগা হয়েছে।