লাগাতার গরমের পর অবশেষে বৃষ্টির পূর্বাভাস, জেনে নিন কবে আসবে কালবৈশাখী?
কালবৈশাখী আসতে চলেছে আগামী সপ্তাহে
গত কয়েকদিন ধরে লাগাতার তাপপ্রবাহের ফলে রীতিমতো অতিষ্ঠ হয়ে উঠেছেন পশ্চিমবঙ্গবাসীরা। তবে অবশেষে এলো খুশির খবর। সব রেকর্ড ভেঙ্গে লাগাতে ৪০ এর উপরে টিকে রয়েছে তাপমাত্রার পারদ। তবে এবারে বৃষ্টির সম্ভাবনা দেখা দিয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আগামী রবিবার দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পূর্বাভাস অনুযায়ী আগামী সোমবার এবং মঙ্গলবার বৃষ্টিপাত হবার সম্ভাবনা রয়েছে বেশ কিছু জেলায়।
আগামী ৫, ৬ এবং ৭ মে দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টির সম্ভাবনা আছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। ঝড় বৃষ্টি হতে পারে উত্তর ২৪ পরগনা দক্ষিণ ২৪ পরগনা কলকাতা হাওড়া হুগলি জেলায়। এছাড়াও বৃষ্টির সম্ভাবনা রয়েছে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর হাওড়া পূর্ব বর্ধমান নদিয়া এবং মুর্শিদাবাদ জেলায়। তবে এই বৃষ্টি হবে একেবারেই কালবৈশাখীর বৃষ্টি। শিলা বৃষ্টি হবার সম্ভাবনা কিছু কিছু জায়গাতে থাকছে। তবে কালবৈশাখীর বৃষ্টিতে তাপমাত্রা যে খুব একটা কমে যাবে সে রকম টা বলা যাচ্ছে না। কিছুটা হলেও স্বস্তি পেলেও তাপপ্রবাহ যে শেষ হয়ে যাবে সেরকমটা নয়।
কালবৈশাখীর ঝড় বৃষ্টিতে সাময়িক স্বস্তি মিললেও সেটা একেবারেই স্থায়ী হবে না বলেই জানা গিয়েছে। শিলা বৃষ্টি হবার সম্ভাবনাও কিন্তু রয়েছে। অর্থাৎ আগামী সপ্তাহে রাজ্য জুড়ে বজায় থাকবে তাপপ্রবাহের পরিস্থিতি। সর্বোচ্চ তাপমাত্রা খুব একটা কমবে না, তবে বৃষ্টির ফলে সেই কদিন কিছুটা তাপমাত্রা হ্রাস পেতে পারে।