Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

মাসে খরচ মাত্র ৪৫ টাকা, দুর্দান্ত প্ল্যান আনল Airtel

এবার সবচেয়ে কম দামী প্রিপেইড প্ল্যান বন্ধ করে দিলো এয়ারটেল কর্তৃপক্ষ। এই প্ল্যানটির মূল্য ছিল ২৩ টাকা। একটি বিবৃতিতে জানানো হয়েছে যে ২৩ টাকার প্ল্যানটির বদলে ৪৫ টাকার নতুন রিচার্জ…

Avatar

এবার সবচেয়ে কম দামী প্রিপেইড প্ল্যান বন্ধ করে দিলো এয়ারটেল কর্তৃপক্ষ। এই প্ল্যানটির মূল্য ছিল ২৩ টাকা। একটি বিবৃতিতে জানানো হয়েছে যে ২৩ টাকার প্ল্যানটির বদলে ৪৫ টাকার নতুন রিচার্জ প্ল্যান আনা হচ্ছে এয়ারটেলের তরফ থেকে। এই নতুন রিচার্জে আগের সবগুলি সুবিধা পাওয়া যাবে।

৪৫ টাকার প্ল্যানে লোকাল ও ন্যাশনাল ভয়েস কল প্রতি মিনিট ২.৫ পয়সা হিসেবে এবং ন্যাশনাল ভিডিও কল প্রতি মিনিট ৫ হিসেবে কাটবে। লোকাল এবং ন্যাশনাল এসএমএস এ যথাক্রমে ১ টাকা ও ১.৫ টাকা হিসেবে খরচ হবে। এছাড়া প্রতি এমবি ডেটায় খরচ হবে ৫০ পয়সা। এই প্ল্যানটির বৈধতা আগেরটির মতোনই ২৮ দিন।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

আরও পড়ুন : ৩ মাসের জন্য ভয়েস কলের দুর্দান্ত প্ল্যান আনল BSNL

এটি ছাড়াও ৫৫৮ টাকার প্ল্যানটির সংস্করণ করেছে এয়ারটেল কর্তৃপক্ষ। এই প্ল্যানটির বৈধতা ২৬ দিন কমিয়ে দেওয়া হয়েছে।মাসের শুরুতে চালু হওয়ার পরই বৈধতা কমলো ৫৫৮ টাকা প্ল্যানের।

About Author