Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

মাসে খরচ ২০০ টাকার কম, সস্তায় সেরা ৩ টি প্রিপেইড প্ল্যান আনলো Airtel

Updated :  Thursday, March 5, 2020 11:03 AM

টেলিকম দুনিয়ায় শীর্ষে রয়েছে এয়ারটেল, জিও সংস্থা। জিওর সাথে প্রতিদ্বন্দ্বিতায় এয়ারটেল এর আগে অনেকগুলি সস্তার প্ল্যান এনেছে গ্রাহকদের জন্য। তবে এবার আরও একটি চমক আনলো এয়ারটেল কর্তৃপক্ষ। ৩ টি এমন প্রিপেইড প্ল্যান চালু করেছে তারা যাতে কলিং, ডেটা ও এসএমএস সহ জীবন বীমার সুযোগ পাবে গ্রাহকেরা।

২৮ দিন বৈধতা সম্পন্ন এই ৩ টি প্ল্যান হলো ১৭৯, ২৭৯ ও ৩৪৯ টাকার প্রিপেইড প্ল্যান। প্রথম দুটি প্ল্যানে থাকবে জীবন বীমার সুবিধা এবং শেষটিতে থাকবে অ্যামাজন প্রাইম সাবস্ক্রিপশন।

আরও পড়ুন : হোলির দুর্দান্ত অফার, সস্তার রিচার্জ প্ল্যান আনলো জিও

আসুন জেনে নিই বিস্তারিত ভাবে-

১৭৯ টাকাঃ সমস্ত নেটওয়ার্কে আনলিমিটেড কল + মোট ২ জিবি ডেটা + মোট ৩০০ এসএমএস + ২ লক্ষ টাকার জীবন বীমা। বৈধতা ২৮ দিন।

২৭৯ টাকাঃ সমস্ত নেটওয়ার্কে আনলিমিটেড কল + প্রতিদিন ১.৫ জিবি ডেটা + ১০০ এসএমএস + ৪ লক্ষ টাকার জীবন বীমা। বৈধতা ২৮ দিন।

৩৪৯ টাকাঃ সমস্ত নেটওয়ার্কে আনলিমিটেড কল + প্রতিদিন ৩ জিবি ডেটা + ১০০ এসএমএস + অ্যামাজন প্রাইম সাবস্ক্রিপশন। বৈধতা ২৮ দিন।