মাসে খরচ ২০০ টাকার কম, সস্তায় সেরা ৩ টি প্রিপেইড প্ল্যান আনলো Airtel

টেলিকম দুনিয়ায় শীর্ষে রয়েছে এয়ারটেল, জিও সংস্থা। জিওর সাথে প্রতিদ্বন্দ্বিতায় এয়ারটেল এর আগে অনেকগুলি সস্তার প্ল্যান এনেছে গ্রাহকদের জন্য। তবে এবার আরও একটি চমক আনলো এয়ারটেল কর্তৃপক্ষ। ৩ টি এমন প্রিপেইড প্ল্যান চালু করেছে তারা যাতে কলিং, ডেটা ও এসএমএস সহ জীবন বীমার সুযোগ পাবে গ্রাহকেরা।

২৮ দিন বৈধতা সম্পন্ন এই ৩ টি প্ল্যান হলো ১৭৯, ২৭৯ ও ৩৪৯ টাকার প্রিপেইড প্ল্যান। প্রথম দুটি প্ল্যানে থাকবে জীবন বীমার সুবিধা এবং শেষটিতে থাকবে অ্যামাজন প্রাইম সাবস্ক্রিপশন।

আরও পড়ুন : হোলির দুর্দান্ত অফার, সস্তার রিচার্জ প্ল্যান আনলো জিও

আসুন জেনে নিই বিস্তারিত ভাবে-

১৭৯ টাকাঃ সমস্ত নেটওয়ার্কে আনলিমিটেড কল + মোট ২ জিবি ডেটা + মোট ৩০০ এসএমএস + ২ লক্ষ টাকার জীবন বীমা। বৈধতা ২৮ দিন।

২৭৯ টাকাঃ সমস্ত নেটওয়ার্কে আনলিমিটেড কল + প্রতিদিন ১.৫ জিবি ডেটা + ১০০ এসএমএস + ৪ লক্ষ টাকার জীবন বীমা। বৈধতা ২৮ দিন।

৩৪৯ টাকাঃ সমস্ত নেটওয়ার্কে আনলিমিটেড কল + প্রতিদিন ৩ জিবি ডেটা + ১০০ এসএমএস + অ্যামাজন প্রাইম সাবস্ক্রিপশন। বৈধতা ২৮ দিন।