Airtel Recharge Plan: দৈনিক ২.৫ জিবি ডেটার সঙ্গে বিনামূল্যে OTT পরিষেবা, দারুন লাভজনক রিচার্জ প্ল্যান আনল এয়ারটেল
দেশের জনপ্রিয় টেলিকম সংস্থাগুলির মধ্যে দ্বিতীয় স্থানে রয়েছে এয়ারটেল (Airtel)। বর্তমানে সবকিছু ডিজিটালাইজেশনের জন্য অধিকাংশ মানুষই কম দামে ভালো পরিষেবা খুঁজে থাকেন। এয়ারটেল গ্রাহকদের জন্য অফার করে থাকে বিভিন্ন মানের রিচার্জ প্ল্যান। অনেকেই বারংবার রিচার্জের ঝামেলা থেকে বাঁচতে একবারে রিচার্জ করিয়ে নেন, যাতে থাকে একাধিক সুবিধা।
এয়ারটেলের এমনই একটি লাভজনক রিচার্জ প্ল্যান হল ৮৪ দিনের ভ্যালিডিটি প্ল্যান। ৯৯৯ টাকা খরচ করলেই ৮৪ দিনের জন্য একটি দুর্দান্ত প্ল্যান অফার করছে এয়ারটেল যেখানে পাওয়া যাবে একগুচ্ছ সুবিধা। দেশ জুড়ে যে কোনো নেটওয়ার্কে আনলিমিটেড কলিং পরিষেবা প্রদান করে এই প্ল্যান। দৈনিক ২.৫ জিবি ডেটা পাওয়া যায় প্ল্যানে। সেই সঙ্গে ৮৪ দিনের জন্য দৈনিক ১০০ টি এসএমএসও পাওয়া যাবে।
এখানেই শেষ নয়। গ্রাহকদের বিনোদনের দিকটাও খেয়াল রেখেছে এয়ারটেল। ৯৯৯ টাকা খরচ করে এই প্ল্যানটি কিনলেই বিনামূল্যে পাওয়া যাবে ওটিটি অ্যাক্সেসও। ৮৪ দিনের জন্য অ্যামাজন প্রাইম ভিডিওর ফ্রি মেম্বারশিপ পাওয়া যাবে এই প্ল্যানে। অতিরিক্ত কোনো খরচ ছাড়াই এই প্ল্যানের মাধ্যমে প্রাইম ভিডিওতে দেখতে পাওয়া যাবে সমস্ত নতুন সিনেমা এবং ওয়েব সিরিজ ও শো।
ভারতীয় টেলিকম বাজারে একাধিক নাম রয়েছে যে সংস্থাগুলি কম দামে বেশি লাভজনক রিচার্জ প্ল্যান দিয়ে থাকে গ্রাহকদের। প্রতিযোগিতার বাজারে কম দামে বেশি সুবিধা দিয়ে গ্রাহক টানার রেষারেষি চলেই থাকে সংস্থাগুলির মধ্যে। এখন যেহেতু ডিজিটালাইজেশন এর জন্য ইন্টারনেটের চাহিদা বেড়েছে লক্ষণীয় ভাবে, তাই বিভিন্ন মানের ডেটা প্যাক দিয়ে গ্রাহকদের আকর্ষণ করার চেষ্টা করে থাকে টেলিকম সংস্থাগুলি। আর এই লাভজনক রিচার্জ প্ল্যানের মাধ্যমে এয়ারটেল যে বড় সংখ্যক মানুষের দৃষ্টি আকর্ষণ করেছে তা বলাই বাহুল্য।