Airtel Recharge Plan: ৫০০ টাকারও কমে ৬ জিবি ডেটা, জিও- Vi কে টেক্কা দিয়ে ধামাকা প্ল্যান আনল এয়ারটেল
ভারতীয় টেলিকম বাজারে একাধিক নাম রয়েছে যে সংস্থাগুলি কম দামে বেশি লাভজনক রিচার্জ প্ল্যান দিয়ে থাকে গ্রাহকদের। প্রতিযোগিতার বাজারে কম দামে বেশি সুবিধা দিয়ে গ্রাহক টানার রেষারেষি চলেই থাকে সংস্থাগুলির মধ্যে। এখন যেহেতু ডিজিটালাইজেশন এর জন্য ইন্টারনেটের চাহিদা বেড়েছে লক্ষণীয় ভাবে, তাই বিভিন্ন মানের ডেটা প্যাক দিয়ে গ্রাহকদের আকর্ষণ করার চেষ্টা করে থাকে টেলিকম সংস্থাগুলি। আর এক্ষেত্রে এবার কার্যত ছক্কা হাঁকিয়েছে এয়ারটেল (Airtel)।
রিলায়েন্স জিও, ভোডাফোন আইডিয়ার মতো সংস্থাগুলিকে টেক্কা দিয়ে এবার ৫০০ টাকারও কমে রিচার্জ প্ল্যান নিয়ে এল এয়ারটেল। মাত্র ৪৫৫ টাকায় এই রিচার্জ প্ল্যানটিতে পাওয়া যায় ৮৪ দিনের ভ্যালিডিটি। আনলিমিটেড ভয়েস কলিং এর সঙ্গে বিনামূল্যে ন্যাশনাল রোমিং এর সুবিধাও দিচ্ছে এই রিচার্জ প্ল্যানটি। এছাড়াও এই প্ল্যানে পাওয়া যাবে ৯০০ টি এসএমএস এবং ৬ জিবি ডেটা। তবে এই ডেটা ব্যবহারের জন্য কোনো নির্দিষ্ট সীমা নির্ধারণ করে দেওয়া হয়নি।
৮৪ দিনের ভ্যালিডিটিতে রিলায়েন্স জিওর রিচার্জ প্ল্যানটির দাম ৬৬৬ টাকা। এই প্ল্যানে ১২৬ জিবি আনলিমিটেড ডেটা, আনলিমিটেড কলিং এর সঙ্গে দৈনিক ১০০ টি এসএমএস এর সুবিধা পাওয়া যায়। এই প্ল্যানে আনলিমিটেড ৫জি ডেটাও পাওয়া যায় বিনামূল্যে। সেই সঙ্গে জিও সিনেমার সাবস্ক্রিপশনও পাওয়া যায়। ৭৪৯ দিনের রিচার্জ প্ল্যানে ৯০ দিনের জন্য দৈনিক ২ জিবি আনলিমিটেড ডেটা, আনলিমিটেড ভয়েস কলিং এর সঙ্গে দৈনিক ১০০ টি এসএমএস ও পাওয়া যায়। বিনামূল্যে ৫জি ডেটার সঙ্গে জিও অ্যাপগুলির সুবিধাও পেয়ে থাকে গ্রাহক।
ভোডাফোন আইডিয়ার ৮৪ দিনের রিচার্জ প্ল্যানটির দাম ৪৫৯ টাকা। এই প্ল্যানে পাওয়া যায় ৬ জিবি ডেটা। সঙ্গে আনলিমিটেড ভয়েস কলিং এর সুবিধা এবং বিনামূল্যে ন্যাশনাল রোমিং এর সুবিধাও। এছাড়াও ১০০০ টি এসএমএস এর সুবিধাও পাওয়া যায় এই রিচার্জ প্ল্যানে।