সম্প্রতি Reliance Jio সংস্থা চারটি ফ্রিডম রিচার্জ প্ল্যান এনেছিল বাজারে। যেখানে দৈনিক ডেটার জন্য কোনো নির্দিষ্ট লিমিট থাকবে না। বলাবাহুল্য বেশ প্রশংসিত হয়েছিল গ্রাহকদের কাছে। এবার Jio কে টক্কর দিতে Airtel নিয়ে আসছে লিমিটলেস ডেটার অফার।
সারাদিন যত ইচ্ছা ডেটা ব্যবহার করুন। কোনো দৈনিক ডেটা লিমিট থাকছে না। 456 টাকার প্রিপেড প্ল্যান রিচার্জে এমনই বাম্পার অফার দিচ্ছে Airtel। থাকছে যেকোনো প্রান্তে যেকোনো নেটওয়ার্ক কন্ডিশানে আনলিমিটেড কলের সুবিধা। থাকছে দিনপ্রতি 100 টি করে এসএমএস করার সুযোগ।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowমোট 60 দিনের ভ্যালিডিটি থাকবে এই রিচার্জের। এবং ডেটা দেওয়া হচ্ছে 50 জিবি। এই প্ল্যানে রোজকার ডেটা ইউসেজে কোনও লিমিট থাকছে না। গ্রাহকরা টাকা দিয়ে রিচার্জ করে নির্দিষ্ট জিবি ডেটা পাবেন তবে ডেইলি লিমিট বলে কিছু থাকছে না।
ইউজাররা নিজেদের ইচ্ছামতো নির্দিষ্ট সময়ের মধ্যে সেই ডেটা ব্যবহার করতে পারবেন। অর্থাৎ প্রতিদিনকার যতটা প্রয়োজন ততটা ব্যবহার করতে পারবেন গ্রাহক। বেঁচে যাওয়া ডেটা যুক্ত হবে পরের দিনের সাথে। শুধুমাত্র চূড়ান্ত ভ্যালিডিটি শেষ হওয়ার পরেই আপনার অব্যবহৃত ডেটা বাতিল হবে।
এর সুবিধা বিভিন্ন প্রকারের। ধরুন আপনি একটি সিনেমা দেখলেন সারাদিন ধরে। অন্যান্য প্ল্যানে আপনার ডেইলি লিমিট শেষ হয়ে গেলে হাপিত্যেস করে বসে থাকতে হতো আপনাকে। কিন্তু এই প্ল্যানে তার কোনো বালাই নেই। আবার আরেকদিন ধরুন আপনি 100 এমবিও ব্যবহার করলেন না। সেক্ষেত্রে আপনার অব্যবহৃত ডেটা বিফলে যাবে না। এখানেই শেষ নয় চমকের। এই প্ল্যানটি রিচার্জ করলে Amazon Prime Video Mobile Edition-এর ১ মাসের ট্রায়াল পাবেন সম্পূর্ণ বিনামূল্যে। এছাড়া এয়ারটেলের বিভিন্ন অ্যাপস, যেমন Airtel Xstream Premium, Wynk Music-এর সাবস্ক্রিপশন পাবেন। এবং যদি আপনার গাড়ি থেকে থাকে তবে 100 টাকার FASTag ক্যাশব্যাকও মিলবে।