স্পেশাল প্রোমোশনাল এক্টিভিটি অফার হিসেবে “এয়ারটেল হ্যাপি হোলিডে” নিয়ে এসেছে এয়ারটেল কর্তৃপক্ষ। গুগল পে তে যেমন স্ট্যাম্প সংগ্রহ করে পুরস্কার জেতার সুযোগ ছিল তেমনভাবে এখানেও আপনি জিতে নিতে পারেন আইফোন এবং স্মার্ট টিভি।
আসুন জেনে নেই কি করলে আপনি এই পুরস্কার পেতে পারেন। প্রথমেই আপনার অ্যান্ড্রয়েড ফোনটিতে “এয়ারটেল থ্যাংকস” নামক অ্যাপটি ডাউনলোড করতে হবে। সেখানে ঢুকে “এয়ারটেল হ্যাপি হোলিডে” নামক সেকশনটিতে ক্লিক করে পরিবারের সদস্য বা বন্ধুদের শুভেচ্ছা পাঠাতে হবে। এরপর আপনি সেখান থেকে স্টিকার সংগ্রহ করতে পারবেন।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowআরও পড়ুন : প্রতিদিন ৩ জিবি ডেটা এবং আনলিমিটেড ভয়েস কল, জিও আনল নতুন দুর্দান্ত প্ল্যান
নর্থ স্টার, ফ্রস্টি কাপ কেক, স্যান্টা ক্লজ, হট চকলেট আর স্নো প্যালেস এই পাঁচটি স্টিকার সংগ্রহ করার পর পাবেন একটি স্ক্র্যাচ কার্ড। যারা বিজয়ী হবেন তারা ৭২ ঘন্টার মধ্যে নোটিফিকেশন পাবেন।এরপর ঠিকানা পাঠিয়ে পুরস্কারটি সংগ্রহ করতে হবে। এই অফারটি ১০ই জানুয়ারীর জন্য সীমিত।