মোবাইল গ্রাহকদের আকর্ষণ করার জন্য টেলিকম কোম্পানিগুলি লঞ্চ করছে একের পর এক নতুন প্ল্যান। Airtel, Jio এবং VI কে নতুন প্ল্যান গুলিতে গ্রাহক এক সাথে পাবেন ডেটা , কলিং এবং এসএম এসের সুবিধা। এতে গ্রাহক খুব কম টাকায় পাবেন অধিক ডেটা এবং ফ্রি কলিং এর সুবিধা। এই প্ল্যানগুলিতে ২০০ টাকার কম রিচার্জেও গ্রাহক পাবেন ডেটা এবং ফ্রি কলিং এর সুবিধা। চলুন জানা যাক কোম্পানিগুলির ২০০ টাকার কমে থাকা প্রি পেইড প্ল্যান সম্পর্কে,Airtel এর ২০০ টাকার কমের প্ল্যান২০০ টাকার কমে Airtel এর রয়েছে বহু প্ল্যান। তবে তার মধ্যে ১৭৯ টাকার প্ল্যানটিতে দেওয়া হয় ৩০০ টি এসএমএস বিনামূল্যে। রয়েছে ২ জিবি ডেটা সহ আনলিমিটেড কলিং। বৈধতা ২৮ দিন।অন্যদিকে Airtel এর ১৯৯ টাকার প্ল্যানে গ্রাহক কে দেওয়া হয় প্রতিদিনের ১ জিবি ডেটা সহ আনলিমিটেড কলিং এবং প্রতিদিনের ১০০ টি এসএমএস বিনামূল্যে। এটির বৈধতা ২৪ দিন।