টেক বার্তা

Airtel Tarriff Rate: এক ধাক্কায় এতটা বাড়ছে রিচার্জ প্ল্যানের দাম, মাথায় হাত Airtel গ্রাহকদের

Advertisement

দেশ যত ডিজিটালাইজড হচ্ছে, টেলিকম সংস্থাগুলিরও ততই বাড়বাড়ন্ত দেখা যাচ্ছে। বর্তমানে টেলিকম সংস্থাগুলির মধ্যে প্রথম সারিতে শুরুর দিকেই রয়েছে এয়ারটেল (Airtel)। গোটা দেশ জুড়ে বহু মানুষ এয়ারটেল এর গ্রাহক। দ্রুত ইন্টারনেট পরিষেবা এবং ভালো নেটওয়ার্কের জন্য বেশ জনপ্রিয়তা রয়েছে এই সংস্থার। তবে সম্প্রতি এমন একটি খবর প্রকাশ্যে এসেছে যে কপালে চিন্তার ভাঁজ পড়েছে এয়ারটেল গ্রাহকদের।

যত দিন যাচ্ছে স্মার্টফোনের উপরে মানুষের নির্ভরতা ততই বাড়ছে। এখন প্রায় সব কাজেই ইন্টারনেট প্রয়োজন হয়। তাই চাহিদার সঙ্গে পাল্লা দিয়ে রিচার্জ প্ল্যান গুলির দামও বাড়াচ্ছে বিভিন্ন টেলিকম সংস্থা গুলি। এবার জানা গিয়েছে, এয়ারটেলও তাদের ট্যারিফ রেট বৃদ্ধি করতে পারে। এই সম্ভাবনা উসকে দিয়েছেন খোদ সংস্থার সিইও। আগামী দিনে মোবাইল খরচ বৃদ্ধির সপক্ষে দাবি তুলেই রিচার্জ প্ল্যান গুলির খরচ বাড়ানোর ইঙ্গিত দিয়েছেন তিনি।

জানা যাচ্ছে, বর্তমানে গ্রাহক পিছু এয়ারটেলের আয় প্রায় ২০০ টাকা। এই আয় বাড়িয়ে কমপক্ষে ৩০০ করতূ হবে বলে জানিয়েছেন সংস্থার সিইও। সেক্ষেত্রেও নাকি এটাই হবে বিশ্বের মধ্যে সবথেকে কম ARPU। রিপোর্ট অনুযায়ী, ২০২৩ সালের চতুর্থ ত্রৈমাসিকে এয়ারটেলের ARPU ছিল ১৯৩ টাকা, যা ২০২৪ সালের প্রথম ত্রৈমাসিকে বেড়ে হয়েছে ২০৯ টাকা।

কিন্তু এক্ষেত্রে এয়ারটেলের গ্রাহকদের রিচার্জ প্ল্যানের দামে কোনো পরিবর্তন আসেনি। তবে এবার যদি ARPU এক ধাক্কায় বাড়িয়ে ৩০০ তে নিয়ে যেতে হয় তাহলে রিচার্জ প্ল্যানের দাম বাড়বে। আর সেক্ষেত্রে পকেটে টান পড়বে সংস্থার বহু গ্রাহকদের। এমনকি এও শোনা যাচ্ছে, শুধু এয়ারটেল নয়, ট্যারিফ বাড়ানোর পথে হাঁটতে চলেছে আরও একাধিক টেলিকম সংস্থা। লোকসভা নির্বাচন শেষের পরেই ট্যারিফ বাড়ানো নিয়ে আপডেট আসতে পারে বলে মনে করা হচ্ছে।

Related Articles

Back to top button