মাত্র ৭৮ টাকা থেকে শুরু, অতিরিক্ত ২৫ জিবি ডেটা পাবেন Airtel-এর এই প্ল্যান

আপনার কি গান শোনা খুব পছন্দ? তাহলে আপনার জন্য Airtel নিয়ে এসেছে একটি দুর্দান্ত প্ল্যান। এর দাম শুরু হচ্ছে মাত্র 78 টাকা থেকে এবং চলবে একেবারে 248 টাকা পর্যন্ত। এখানে আপনারা পাবেন এয়ারটেল এর অফিশিয়াল উইঙ্ক মিউজিক এপ্লিকেশন এর প্রিমিয়াম সাবস্ক্রিপশন। এছাড়াও এয়ারটেল থ্যাংকস অ্যাপ্লিকেশনে এই দুটি নতুন প্ল্যান এর ব্যাপারে আপনারা দেখতে পাবেন বিস্তারিত ভাবে। আসুন দেখে নেওয়া যাক কি কি অফার করা হচ্ছে।

Airtel এর 78 টাকার প্ল্যানের সঙ্গে আপনারা পাবেন সর্বমোট 5 জিবি ইন্টার্নেট। এর সাথে থাকছে উইনক মিউজিক এর প্রিমিয়াম সাবস্ক্রিপশন। তবে এর সাথে কোন আলাদা রকম ভ্যালিডিটি কিন্তু থাকছে না। 78 টাকার প্ল্যান আপনার বর্তমান প্লান ভ্যালিডিটি সঙ্গে আসবে।

অন্যদিকে 248 টাকার প্লেনে আপনারা পাচ্ছেন সর্বমোট 25 জিবি ইন্টারনেট। এটাও একটি add-on প্ল্যান। অর্থাৎ ভ্যালিডিটি আপনার বর্তমান প্ল্যান এর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ থাকবে। এক বছরের জন্য আপনারা পাবেন উইনক মিউজিক এর প্রিমিয়াম সাবস্ক্রিপশন। এছাড়াও থাকছে বিনামূল্যে অ্যামাজন প্রাইম ভিডিও সাবস্ক্রিপশন।

প্রসঙ্গত, দিন কয়েক আগে, Airtel যুক্ত হয়েছিল অ্যামাজন প্রাইম ভিডিও এর সঙ্গে। এখানে মাত্র 89 টাকা থেকে আপনারা পেয়ে যেতে পারছেন অ্যামাজন প্রাইম ভিডিও সাবস্ক্রিপশন। ভারত হচ্ছে প্রথম দেশ যেখানে এত কম দামের মধ্যে অ্যামাজন প্রাইম ভিডিও সাবস্ক্রিপশন দেওয়া হচ্ছে। আপনারা অ্যামাজন প্রাইম স্ট্রিমিং করতে পারবেন এই প্লান রিচার্জ করালে। তার সাথেই থাকছে 6gb হাইস্পিড ডাটা এবং 28 দিনের ভ্যালিডিটি।