বর্তমান যুগে দাঁড়িয়ে আজকের প্রজন্মের কাছে নিজের কিংবা ত্বকের যত্ন নেওয়ার অঢেল সময় বর্তমান নেই। তবে এই নিত্য দূষণের মাঝে ত্বকের সামান্যতম যত্ন না নিতে পারলে ক্ষতি হবে নিজেরই। এক্ষেত্রে অনেকেই ছুটির দিনে পার্লারে গিয়ে নানা ধরনের ফেসপ্যাক ও মাসাজের সহায়তা নিয়ে দীর্ঘসময় পর্যন্ত ত্বকের যৌবনতা ধরে রাখতে চান। তবে অনেকক্ষেত্রে সেইসমস্ত কেমিক্যাল মিশ্রিত ফেসপ্যাক আরো বেশি করে ত্বকের ক্ষতি করে থাকে। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে অনেকেই ঘরোয়া পদ্ধতিতে স্বল্পসময়ে ফেসপ্যাক তৈরি করতে চান উজ্জ্বল ও সতেজ ত্বকের জন্য। এক্ষেত্রে বেসন যে অন্যতম একটি সহজলভ্য বস্তু, সেকথা জানা নেই অনেকেরই। এবার এই নিবন্ধের সূত্র ধরেই সেই প্রসঙ্গ নিয়েই
বিস্তারিত আলোচনা করা হবে।
বেসন দিয়ে তৈরি ফেসপ্যাক লাগালেই দূর হবে ত্বকের তিনটি দীর্ঘস্থায়ী সমস্যা, জানুন –
১) বেসন ও ময়দা: একটি পাত্রে পরিমাণমতো বেসন ও ময়দা নিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। এরপর তার মধ্যে অল্পপরিমাণে জল ও পেঁপের রস মিশিয়ে একটি ঘন মিশ্রণ তৈরি করে নিতে হবে। এই ফেসপ্যাক ত্বকের ব্ল্যাকহেডস দূর করতে সহায়তা করে থাকে।
২) বেসন ও অ্যালোভেরা জেল: একটি পাত্রে পরিমাণমতো বেসন ও অ্যালোভেরা জেল ভালো করে মিশিয়ে একটি ঘন ফেসপ্যাক তৈরি করে নিতে হবে। এই ফেসপ্যাক ত্বককে কোমল রাখতে সহায়তা করে থাকে।
৩) মুলতানি মাটি ও বেসন: একটি পাত্রে অল্পপরিমাণে মুলতানি মাটি নিয়ে তার মধ্যে এক চামচ বেসন ও পরিমাণমতো গোলাপ জল ভালো করে মিশিয়ে একটি ঘন মিশ্রণ তৈরি করে নিতে হবে। এই ধরনের ফেসপ্যাক ত্বকের অতিরিক্ত তৈলাক্তভাব দূর করতে ভীষণভাবে কার্যকরী। উল্লেখ্য এই ফেসপ্যাক ব্যবহারের পর আবশ্যিকভাবে যেকোনো একটি ময়েশ্চারাইজার লাগিয়ে নেওয়া প্রয়োজন, নাহলে বলিরেখা দেখা দিতে পারে।