বর্তমানের কর্মব্যস্ত যুগে মানুষের হাতে সময় খুব কম। সবসময় নিয়ম করে নিজের যত্ন নেওয়া সম্ভব হয় না কারোর পক্ষেই। তবে একেবারেই যদি নিজের কিংবা ত্বকের যত্ন নেওয়া না হয় তাহলে, গুরুতর সমস্যা দেখা দেবে। সর্বদা পার্লারে গিয়ে নিজের ত্বকের যত্ন নেওয়া সম্ভব হয় না। আজকের প্রজন্মও বেশিরভাগ সময়ই ঘরোয়া ভাবেই যত্ন নিতে চান ত্বকের। এক্ষেত্রে অ্যালোভেরা ও ই-ক্যাপসুল খুবই কার্যকরী।
প্রথমে একটি পাত্রে দুই টেবিল চামচ অ্যালোভেরা জেল নিয়ে নিতে হবে। এরপর ভিটামিন-ই ক্যাপসুল থেকে নির্যাস বের করে নিয়ে অ্যালোভেরা জেলের মধ্যে মিশিয়ে নিতে হবে ভালো করে। এরপর সেটি আঙুলের সহায়তায় মুখে লাগিয়ে বেশ কিছুক্ষণ রেখে দিতে হবে। পরে পরিষ্কার জল দিয়ে কিংবা টিসু দিয়ে মুখ পরিষ্কার করে নিতে হবে ভালো করে। উল্লেখ্য, ভিটামিন-ই ক্যাপসুল অ্যান্টি-অক্সিডেন্ট হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ত্বকের একাধিক সমস্যা মেটানোর ক্ষেত্রে। পাশাপাশি অ্যালোভেরা জেল ত্বকের স্বাভাবিক আদ্রতা বজায় রাখতেও সহায়তা করে।
উল্লেখ্য, এই ঘরোয়া ফেসপ্যাক ত্বককে সতেজ করার পাশাপাশি চামড়াকে করে তোলে প্রাণবন্ত। মুখের দীর্ঘস্থায়ী দাগ ও চোখের তলার কালি দূর করতেও সহায়তা করে এটি। ব্রণর সমস্যা মেটাতেও ভীষণভাবে কার্যকরী এই ফেসপ্যাক। যেকোনো ধরনের ত্বকের সমস্যার ক্ষেত্রে এই ফেসপ্যাক ব্যবহার করা যেতে পারে। সেকথা অবশ্য এই ফেসপ্যাক ব্যবহার করার কয়েকদিনের মধ্যেই টের পাবেন নিজেরাই। অবশ্য এই ফেসপ্যাক ছাড়াও শুধুমাত্র অ্যালোভেরা জেল ত্বকের হাজারো সমস্যার সমাধান করে দিতে পারে।