Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

Skin Care Tips: ঘুমানোর আগে মুখে অ্যালোভেরা জেল লাগান, ত্বক হবে উজ্জ্বল ও দাগমুক্ত

Updated :  Thursday, September 11, 2025 2:20 PM

ত্বকের উজ্জ্বলতা বাড়াতে বাজারে একের পর এক কসমেটিক পণ্য এলেও প্রকৃতির হাতে তৈরি উপাদান আজও অগ্রাহ্য হয়নি। অ্যালোভেরা জেল সেই প্রাচীন ভরসা, যা রাতে মুখে লাগালে একাধিক উপকার এনে দিতে পারে।

শতাব্দীর পুরনো প্রাকৃতিক উপাদান

অ্যালোভেরা গাছের ব্যবহার বহু শতাব্দী ধরে আয়ুর্বেদ এবং ঘরোয়া চিকিৎসায় হয়ে আসছে। এর পাতার ভেতরের জেল অ্যান্টিঅক্সিডেন্ট, ভিটামিন এ, সি এবং ই সহ প্রয়োজনীয় খনিজে ভরপুর। ফলে এটি শুধু ত্বককে হাইড্রেট করে না, বরং ভেতর থেকে পুষ্টি জোগায়।

ময়েশ্চারাইজারের বিকল্প

রাতে ঘুমের সময় শরীরের মতো ত্বকও নিজেকে রিপেয়ার করে। এই সময় অ্যালোভেরা জেল ব্যবহার করলে ত্বকের গভীরে আর্দ্রতা পৌঁছে যায়। নিয়মিত ব্যবহার করলে ত্বকের শুষ্কতা, চুলকানি ও খসখসে ভাব কমে যায়। সকালে মুখ সতেজ ও নরম অনুভূত হয়। যারা কেমিক্যাল মিশ্রিত ময়েশ্চারাইজার ব্যবহার এড়িয়ে চলতে চান, তাঁদের জন্য অ্যালোভেরা একটি প্রাকৃতিক বিকল্প।

ব্রণ ও দাগ কমাতে কার্যকর

অ্যালোভেরা জেলের অ্যান্টি-ব্যাকটেরিয়াল ও অ্যান্টি-ইনফ্লেমেটরি বৈশিষ্ট্য ব্রণ নিয়ন্ত্রণে রাখে। প্রতিদিন রাতে এটি মুখে লাগালে ধীরে ধীরে ব্রণের দাগ হালকা হতে থাকে। একইসঙ্গে কালো দাগ বা পিগমেন্টেশনও কমতে পারে। এর ফলে ত্বকের টোন একসমান হয় এবং স্বাভাবিক উজ্জ্বলতা ফিরে আসে।

বার্ধক্যের ছাপ কমাতে সাহায্য করে

অ্যালোভেরা জেলে উপস্থিত ভিটামিন সি ও ই ত্বককে ফ্রি-র‍্যাডিক্যালের ক্ষতি থেকে রক্ষা করে। এতে কোলাজেন উৎপাদন বাড়ে, ফলে ত্বকের স্থিতিস্থাপকতা অটুট থাকে। নিয়মিত ব্যবহারে বলিরেখা ও সূক্ষ্ম রেখা কমে যায়। ত্বক দীর্ঘদিন টানটান ও তরুণ থাকে।

সহজ ব্যবহার

ঘুমানোর আগে মুখ ভালো করে পরিষ্কার করে নিন। তারপর পাতলা স্তরে অ্যালোভেরা জেল লাগিয়ে রেখে দিন। এটি প্রাকৃতিক নাইট ক্রিমের মতো কাজ করবে।

সতর্কবার্তা

যদিও অ্যালোভেরা অধিকাংশের জন্য নিরাপদ, তবু কারও কারও ক্ষেত্রে অ্যালার্জি দেখা দিতে পারে। তাই প্রথমে সামান্য অংশে ব্যবহার করে প্রতিক্রিয়া লক্ষ্য করা উচিত। প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।